ঈদুল আজহা উপলক্ষে ‘ঢাকাবাসী’র র্যালি
প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠন ও ফ্রেন্ডস ক্লাব অব লস্ এঞ্জেলেসের উদ্যোগে র্যালির আয়োজন করা হয়। আজ বুধবার হাজারীবাগ পার্ক প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়।
সাবেক সচিব ও রাষ্ট্রদূত মরহুম ফারুক আহমেদ চৌধুরীর স্মৃতির প্রতি এবারের র্যালিটি উৎসর্গ করা হয়।
ঢাকাবাসীর সভাপতি ও ঢাকা ঈদ উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. শুকুর সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে পিবিআই প্রধান, অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (ধানমন্ডি জোন) মনির হোসেন, ব্যবসায়ী ঐক্য ফোরামের সভাপতি সভাপতি হাজী আবদুস সালাম।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকাবাসীর আজীবন সদসস্য আজফারুজ্জামান সোহরাব, ঢাকাবাসীর মহানগর কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট লুৎফুর আহসান বাবু, ঢাকাবাসীর মহাসচিব শেখ খোদাবক্স, ঢাকাবাসীর আজীবন সদস্যওয়াহিদুল্লাহ।
হাজারীবাগ পার্ক থেকে এই র্যালিটি শুরু করে নগরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। র্ালিতে পুরান ঢাকার ব্যান্ড পার্টির দল বাদ্যযন্ত্র বাজায়। শিশু-কিশোর-যুবকরা এতে অংশ নেয়।
বক্তারা, রাজধানী ঢাকার প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান। অনুষ্ঠানে প্রতীকী হিসেবে ঢাকার বিয়ের উৎসবের সরঞ্জাম প্রদর্শিত হয়।
আরও পড়ুন:
মৌচাকের গোল্ডেন প্লাজায় অগ্নিকাণ্ড