পাঁচ তারকা হোটেলের বিরিয়ানির স্বাদ নিন ঘরে বসে (ভিডিও)

অনলাইন ডেস্ক
১৯ জুন ২০২৪, ১৭:১০
শেয়ার :
পাঁচ তারকা হোটেলের বিরিয়ানির স্বাদ নিন ঘরে বসে (ভিডিও)

ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি আর নানাপদের বাহারি সব রান্নার আয়োজন। বিশেষ এদিনে দেশের প্রায় প্রতিটি রান্নাঘরেই যুক্ত হয় বাড়তি আয়োজন। আর ঈদুল আজহার খাবারের টেবিলে স্থান পায় মাংসের তৈরি নানান রেসিপি।

এদিকে বাঙালির পছন্দের খাবারগুলোর একটি বিরিয়ানি। আর সেই পছন্দের খাবার নিয়ে সানবিট ডিশ ওয়াশের সৌজন্যে দৈনিক আমাদের সময়’র পক্ষ থেকে থাকছে বিশেষ আয়োজন। রাজধানীর পাঁচ তারকা হোটেল ওয়েস্টিন’র রান্নাঘরে অনুষ্ঠিত এই আয়োজনে মুখরোচক বিরিয়ানির রেসেপি তুলে ধরেন হোটেলটির সিনিয়র শেফ সালাউদ্দিন সালে। উপস্থানায় ছিলেন তুহিনূর সুলতানা।

দৈনিক আমাদের সময়’র পাঠকদের জন্য আয়োজনের পুরো ভিডিওটি তুলে ধরা হলো-