আইফোনে আসছে নতুন ফিচার
আইফোনে প্রতিনিয়তই নতুন ফিচার যুক্ত করছে অ্যাপল। সর্বশেষ আপডেট হিসেবে জানা গেছে এবার এতে নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত করছে সংস্থাটি। কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এমন যুগান্তকারী পথে হেঁটেছে অ্যাপল। নতুন কী কী ফিচার যুক্ত হচ্ছে আইফোনে- অনলাইন থেকে তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন
জামিউর রহমান
এআই রাইটিং টুলস
অ্যান্ড্রয়েড ফোনে এরই মধ্যে এআই রাইটিং টুলসের সুবিধা চলে এসেছে। এবার সেই সুবিধা আনল অ্যাপল। আইফোন এবং অন্যান্য অ্যাপল ডিভাইসে এআই-এর মাধ্যমেই রাইটিং, প্রুফরিডিং, নোটস ইত্যাদি সাপোর্ট পাওয়া যাবে। লেখায় গ্রামার বা বাক্য গঠনে কোনো ভুল থাকলে, তা শুধরে দেবে এআই।
প্রায়োরিটি মেসেজ
মেইল বক্সে প্রচুর দরকারি মেসেজ থাকে। এবার থেকে সেগুলো হাইলাইট করা যাবে একদম ওপরে। সেই মেইলগুলো নিজের মতো সাজিয়ে নিতে পারবেন। মেইলে অনেক বেশি টেক্সট থাকলে, তা নিজের মতো করে ছোট করতে পারবেন।
নোটিফিকেশন
একটানা নোটিফিকেশন আসলে অনেকেই বিরক্ত হন। আবার সেই নোটিফিকেশন আদতে কি নিয়ে তা ঠিকমতো বোঝা যায় না। এবার থেকে এআই সেই নোটিফিকেশন সাজিয়ে দেবে আপনার জন্য। পাশাপাশি তা যেন সঠিক সময়ে আপনার ফোনে ফুটে ওঠে তা নিশ্চিত করবে ফিচারটি।
ভয়েস মিমো ট্রান্সক্রিপশন
ভয়েস মিমো অ্যাপে খুব দ্রুতই ভয়েস রেকর্ডিং স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সক্রিপ্ট করার সুবিধা পাওয়া যাবে। দেখতে গেলে গুগল পিক্সেল ডিভাইসেও প্রায় অনুরূপ একটি ফিচার চালু আছে, যা মুখের কথাকে লিখিত আকারে প্রকাশ করবে।
ইমেজ প্লেগ্রাউন্ড
অ্যানিমেশন, ইলাস্ট্রেশন এবং স্কেচ করার ক্ষেত্রে এবার এআইয়ের সাহায্য পাওয়া যাবে। যদিও এমন সুবিধা অনেকদিন আগে থেকে বিভিন্ন ব্রান্ডের ফোনে পাওয়া যাচ্ছে। এই ফিচার অ্যানিমেশন তৈরি করার ক্ষেত্রে ব্যবহারকারীকে আরও সাহায্য করবে।
জেনমোজি
আরও পড়ুন:
যে গ্রহে হয় বালুবৃষ্টি
আপনি কেমন ইমোজি চান, তা বর্ণনা করে নিজের জন্য আলাদা জেনমোজি তৈরি করতে পারবেন। সেই জেনমোজি বন্ধু ও পরিবারের সদস্যদের ছবি, মেসেজ ও স্টিকার হিসাবে পাঠানো যাবে।
অ্যাডভান্স ফটো সার্চ
গুগলের ম্যাজিক ইরেসারের মতো, এবার অ্যাপল ডিভাইসেও অ্যাডভান্স ফটো সার্চ ও ক্লিনআপ ফিচার্স পাওয়া যাবে। ছবি থেকে অপ্রয়োজনীয় বস্তু সরানো যাবে। এই সুবিধা বেশ কার্যকরী হতে পারে।
সিরি অ্যানহ্যান্সমেন্ট
ভয়েস অ্যাসিস্টেন্ট অ্যাপ্লিকেশন সিরি এ বছর উল্লেখযোগ্য আপডেট পেতে চলেছে। ব্যবহারকারীরা ই-মেইল ডিলিট করা, ছবি এডিট করা এবং আর্টিকেল সংক্ষিপ্ত করার মতো কাজ খুব সহজে করতে পারবেন।
প্রাইভেট ক্লাউড
আরও পড়ুন:
এআই টিম ভেঙে দিল মেটা
ব্যবহারকারীর সুরক্ষার কথা চিন্তা করে, এবার অ্যাপল ডিভাইসে প্রাইভেট ক্লাউড কমপিউট পরিষেবা পাওয়া যাবে।
চ্যাটজিপিটি
অ্যাপল ডিভাইসে আলাদা করে চ্যাটজিপিটি যোগ হতে চলেছে। এর জন্য ওপেনএআইয়ের সঙ্গে হাত মিলিয়েছে অ্যাপল।
রিপ্লাই সাজেশন
মেইল এবং মেসেজিং অ্যাপগুলোতে এআই-জেনারেটেড রিপ্লাইয়ের সাজেশন বা পরামর্শ দেওয়া হবে এই ফিচারের সাহায্যে। মূল কথা প্রাপ্ত ই-মেইল এবং টেক্সট মেসেজের জন্য স্বয়ংক্রিয়ভাবে রিপ্লাই তৈরি করবে।