আবুধাবিতে হিটস্টোকে বাংলাদেশি যুবকের মৃত্যু
আবুধাবিতে হিটস্ট্রোকে মো. মানিক (৪০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মানিক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলী মিয়াজি বাড়ির মৃত ফয়েজুল্লাহর ছেলে।
আবুধাবির স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে দেশটির একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন। তিনি আবুধাবিতে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতেন।
চরপার্বতী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মানিক ১৫ বছর ধরে প্রবাসে কনস্ট্রাকশনের কাজ করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম তিনি। মানিকের মরদেহ দেশে আনার জন্য সরকারের সহায়তা কামনা করছি।
আরও পড়ুন:
২৪ দিনে রেমিট্যান্স এল ১৪৯ কোটি ডলার