পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
০৯ জুন ২০২৪, ২০:৫৭
শেয়ার :
পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের

মুন্সীগঞ্জের গজারিয়ায় সিয়াম (১০) নামের এক তৃতীয় শ্রেণির ছাত্র পুকুরে ডুবে নিহত হয়েছে। আজ রবিবার বিকেলে আলীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা নিশ্চিত করেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খাঁন। নিহত সিয়াম উপজেলার ভবেরচর ইউনিয়নের সাতকাহনিয়া গ্রামের শাহজালাল মিয়ার ছেলে এবং স্থানীয় আলীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্যান্য দিনের মতো সকালে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সিয়াম। স্কুলে এসে টিফিনের বিরতির আগ পর্যন্ত ক্লাসও করে সে। টিফিনের বিরতিতে স্কুল থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। পরবর্তীতে বিকেল সাড়ে ৩টার দিকে স্কুলের অদূরে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এই পুকুরটিতে স্কুলের শিক্ষার্থীরা গোসল ও হাতমুখ ধুয়ে থাকে। ধারণা করা হচ্ছে, গোসল অথবা হাতমুখ ধোয়ার জন্য পুকুরে নেমে সে পড়ে যায়। সাঁতার না জানায় পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হুদা বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধারের পরে প্রাথমিক পর্যবেক্ষণে শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করছি, পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. আক্তারুজ্জামান বলেন, নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।