স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পরামর্শ দিলেন ড. ফরহাদ জাহিদ শেখ
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কনফারেন্স রুমে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইউজিসির আরএসপি ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসরদের উপস্থিতিতে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআইয়ের চিফ ই-গভর্ন্যান্স ড. ফরহাদ জাহিদ শেখ।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব ও ইনোভেশন ফোকাল পয়েন্ট মো. নূর-ই-আলম এবং এডুকেশন স্পেশালিস্ট মির্জা মোহাম্মদ দিদারুল আনাম।
কর্মশালায় ড. ফরহাদ জাহিদ শেখ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়সমূহের স্মার্ট রূপান্তরের গুরুত্ব, ভূমিকা এবং স্মার্ট নাগরিক ও স্মার্ট সমাজ গঠনে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিতকরণ, স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে সহায়িকা হিসেবে ইউজিসির বিভিন্ন উদ্যোগ (নীতি নির্ধারণ, তহবিল প্রদান, প্রকল্প বাস্তবায়ন) সম্পর্কিত বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত উপস্থাপনার মধ্য দিয়ে মূল্যবান বক্তব্য ও পরামর্শ প্রদান করেন।
আরও পড়ুন:
যে গ্রহে হয় বালুবৃষ্টি
আরও পড়ুন:
এআই টিম ভেঙে দিল মেটা