বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল
প্রস্তাবিত ২০২৪-২০২৫ অর্থ বছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে তাৎক্ষনিক আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে আনন্দ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, এবারের বাজেট অন্তর্ভুক্তিমূলক, গণমুখী ও শিক্ষাবান্ধব। আমরা মনে করি, শেখ হাসিনা সরকারের এই বাজেট সম্ভাব্য সব চ্যালেঞ্জের প্রত্যেকটি সূচকে সাফল্যের পরিচয় দিয়েছে।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
এর আগে বিকেলে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বড় অঙ্কের বাজেট বাস্তবায়নে রাজস্ব লক্ষ্যমাত্রা ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। এরপরও ঘাটতি থাকবে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা।