খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
রাজধানীর খিলগাঁওয়ে বাগিচা এলাকায় ট্রেনের ধাক্কায় মো. এনায়েতুল্লাহ আনিছ(৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার রাত সোয়া ৮টার দিকে খিলগা বাগিচা হিকমাহ আই হাসপাতালের বিপরীত পাশে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের বড় ভাই শাখাওত উল্লাহ আজম বলেন, বাসার অদূরে মসজিদ এ এশার নামাজ পড়তে গিয়েছিলো। নামাজ পড়ে হেঁটে বাসায় ফিরছিলেন। সে সময় রেললাইন দিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকা কমলাপুরগামী একটি ট্রেনের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে রাতে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে ।
মৃত এনায়েতুল্লাহ ১১ নং খিলগাঁও বাগিচায় নিজ বাড়িতে পরিবারের সাথে থাকতেন। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার জয় কালীপুর গ্রামে। তার বাবার নাম মৃত এ এন এম শহিদুল্লাহ। চার ভাই তিন বোনের মধ্যেও তিনি ছিলেন সবার ছোট। তিনি অবিবাহিত ছিলেন।
আরও পড়ুন:
মৌচাকের গোল্ডেন প্লাজায় অগ্নিকাণ্ড