প্রতিবন্ধী যুবককে পেটানো সেই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
নরসিংদীতে সোহেল মিয়া (৪০) নামের এক প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে আহত করার ঘটনায় সেই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দিয়েছে থানা ছাত্রলীগ। এর আগে রবিবার রাতে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান বাবুর বিরুদ্ধে মাধবদী থানায় মামলা করেন ভুক্তভোগী সোহেলের মা রেজি বেগম।
অভিযুক্ত বাবু সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়ন ছাত্রলীগের আহব্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক। গত শনিবআমাদের সম – ‘প্রতিবন্ধী যুবককে লোহার পাইপ দিয়ে পেটালেন ছাত্রলীগ নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশ করলে প্রশাসনসহ দলীয় নেতাকর্মীদের দৃষ্টিতে আসে।
মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অমানবিক কাজ করায় পাঁচদোনা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক পদ থেকে বাবুকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সাথে পাঁচদোনা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।
আহত সোহেল মিয়ার মা রেজি বেগম বলেন, ‘আমি আমার পরিবার নিয়ে আতংকের মধ্যে দিন কাটাচ্ছি। থানায় মামলা করেছি। কখন যানি আবার বাবু হামলা চালায়। বাবু এলাকার মধ্যে প্রভাবশালী কয়েকজন নেতার আশ্রয়-প্রশ্রয়ে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছেন। সাংবাদিকরা পাশে থাকলে আমি বিচার পাবো। আমার ছেলেকে চিকিৎসা করার পর্যপ্ত টাকা নেই। আমি বাবুর গ্রেপ্তার চাই এবং সর্বোচ্চ বিচার দাবি করছি। তাকে যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তাদেরও বিচার চাই।’
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার স্থানীয় জাকির হোসেনের মুদী দোকানে যায় সোহেল। এসময় ইউনিয়ন ছাত্রলীগ নেতা বাবুর বাবা প্রতিবেশী মোখলেছুর রহমানের সাথে বিস্কুট খাওয়া নিয়ে কথাকাটাকাটি হয় সোহেলের। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসীর সমন্বয়ে বিষয়টি নিরসন করা হয়। এরপর সোহেলের মামা বাবুল মোল্লাকে মারধর করেন বাবু। শুক্রবার সোহেল একা বাজারে গেলে সাধারণ মানুষের সামনে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করেন ছাত্রীলীগ নেতা বাবু।
বাবুকে অব্যাহতির বিষয়ে জানতে চাইলে মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি এসএম হাফিজুর রহমান সৈকত বলেন, কোনো অপরাধীর দায় ছাত্রলীগ নিবে না। ছাত্রলীগের পদ নিয়ে কেউ অপরাজনীতি করবে সেটা আর সম্ভব না। বাবু অমানবিক কাজ করেছে তাই সংগঠন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ভবিষ্যতের জন্য এটা একটি শিক্ষা।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে আহত করার ঘটনাটি দুঃখজনক। সোহেলের মা আমাদের কাছে অভিযোগ করেছেন। সাথে সাথে আমরা মামলা নিয়েছি। আসামিকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। তিনি এখন পলাতক রয়েছেন। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে।য়ার