১৬ বছর পর যমজ সন্তানের জন্ম, দেখে যেতে পারলেন না হামলায় নিহত বাবা
১৬ বছর পর লিজা আক্তার ও সুমন মিয়া দম্পতির সংসারে এসেছে যমজ সন্তান। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাদের যমজ মেয়ের জন্ম হয়।
দীর্ঘ দিন অপেক্ষার পর সন্তান জন্ম নিলেও আনন্দ নেই পরিবারের সদস্যদের। কেননা যমজ মেয়ে জন্ম নেওয়ার সপ্তাহ খানেক আগে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন বাবা।
সুমন মিয়া নরসিংদী রায়পুরা উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন। গত ২২ মে উপজেলার পাড়াতলী ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় প্রতিপক্ষের হামলায় আহত হন তিনি। ওই দিন বিকেলে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, লিজা আক্তার ও সুমন মিয়ার বিয়ে হয় প্রায় ১৬ বছর আগে। দীর্ঘ দিন তাদের সন্তান হয়নি। বিদেশে চিকিৎসার পর গত বছর অন্তঃসত্ত্বা হন লিজা। গত চার মাস তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন। আজ সকালে সিজারের মাধ্যমে যমজ মেয়ের জন্ম দেন লিজা।
সুমন মিয়া উপজেলার চরসুবুদ্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে। তাদের বাড়ি চরসুবুদ্দি ইউনিয়নের মহিষবেড় গ্রামে। সুমন মিয়া উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনি অ্যাগ্রো ফার্ম, পোলট্রি ফিড, মাছের খামারের ব্যবসা করতেন। নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকায় স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি।