বিল্ড সম্মেলনে যা উন্মোচন করল মাইক্রোসফট
গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল বিল্ড সম্মেলনের মূল অধিবেশন। মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা এই অধিবেশন পরিচালনা করেন। এবারের বিল্ড সম্মেলনে বেশকিছু নতুন সেবা ও পণ্য উন্মোচন করেছে মাইক্রোসফট। ইন্টারনেট থেকে তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জামিউর রহমান
উইন্ডোজ রিকল : মাইক্রোসফট এমন এক নতুন এআই সিস্টেম উদ্ভাবন করছে, যার মাধ্যমে ব্যবহারকারী নিজের কম্পিউটারে কী কাজ করছেন, তা দেখতে সক্ষম। নতুন এ সিস্টেমে এক ধরনের ‘ফটোগ্রাফিক মেমরি’ যোগ করা হয়েছে যাতে ব্যবহারকারী মনে করতে পারেন, তিনি নিজের পিসিতে কী দেখেছেন বা কী কাজ করেছেন। এমনকি ব্যবহারকারী পরবর্তী সময়ে কী করতে চান, সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা রাখবে এটি। নতুন এআই ব্যবস্থাটির নাম ‘উইন্ডোজ রিকল’, যাকে নিজস্ব বিল্ট-ইন এআই টুল উন্নত করার উপায় বলে দাবি করছে সফটওয়্যার জায়ান্ট কোম্পানিটি। মাইক্রোসফট বলেছে, এর মাধ্যমে ব্যবহারকারী ‘নিজের পিসি’তে যা দেখেছেন বা যে কাজ করেছেন, সেগুলোতে ভার্চুয়াল উপায়ে প্রবেশের সুযোগ মেলে, তাও এমন উপায়ে, যা ব্যবহারকারীকে পিসি’তে ফটোগ্রাফিক মেমরি থাকার মতো অনুভূতি দেয়।
মাইক্রোসফটের এআই এজেন্ট : ভার্চুয়াল কর্মী হিসেবে কাজ করবে মাইক্রোসফটের কোপাইলট এআই এজেন্ট। ইমেইল পর্যবেক্ষণ, ডেটা এনট্রির মতো ছোট ছোট কাজ করতে কোম্পানি কর্মীদের সাহায্য করবে এই এআই। এর জন্য এজেন্টটিকে কোনো নির্দেশনা দিতে হবে না এটি স্বয়ংক্রিয়ভাবে কাজগুলো করে দেবে।
ইউটিউব ভিডিওর অনুবাদ : মাইক্রোসফটের এজ ব্রাউজারে নতুন একটি এআই ফিচার যুক্ত করা হয়েছে; যার মাধ্যমে ইউটিউব, লিংকইডিন, রয়টার্স ও কোর্সএরার মতো প্ল্যাটফরমগুলোর ভিডিও সরাসরি অনুবাদ করতে পারবে। ফিচারটি স্প্যানিশ থেকে ইংরেজি বা ইংরেজি থেকে জার্মান, হিন্দি, ইতালিয়ান ও রাশিয়ান ভাষায় অনুবাদ করে দিতে পারবে।
ফি-৩ ভিশন : এআইভিত্তিক ছোট মাল্টিমোডাল মডেল ‘ফি-৩ ভিশন’ উন্মোচন করেছে মাইক্রোসফট। নতুন মডেলটি একই সঙ্গে টেক্সট ও ছবি বিশ্লেষণ করতে পারে। মডেলটির বিশেষত্ব হলো এটি স্মার্টফোনে ব্যবহার করা যাবে। ছবি বিশ্লেষণ করার এআই প্রযুক্তির বিকাশের জন্য সব এআই কোম্পানি চেষ্টা করছে।
আরও পড়ুন:
যে গ্রহে হয় বালুবৃষ্টি
মাইক্রোসফট টিমের জন্য কাস্টম ইমোজি : মাইক্রোসফট টিম প্ল্যাটফরমটিতে নতুন ইমোজি যুক্ত করা হয়েছে। ভিডিও কলের সময় এসব ইমোজি ব্যবহার করা যাবে। এছাড়া ব্যবহারকারীরা নিজেদের তৈরি কাস্টম ইমোজিও ব্যবহার করতে পরবেন। দলের অন্য সদস্যের প্রোফাইল ছবি দিয়েও ইমোজি তৈরি করা যাবে।
ছোট আকারের স্ন্যাপড্রাগন পিসি : ম্যাক মিনির মতো ছোট আকারের পিসি বা কম্পিউটার উন্মোচন করা হয়েছে। এতে স্ন্যাপড্রাগন এলাইট চিপ ব্যবহার করা হয়েছে। তবে এটি শুধুডেভেলপারদের ব্যবহারের জন্য উন্মোচন করা হয়েছে। পিসিতে ৩২ জিবি র্যাম ও ৫১২ জিবি এসএসডি রয়েছে। এর দাম ৮৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন:
এআই টিম ভেঙে দিল মেটা
কোড ম্যানেজমেন্ট : ফাইল এক্সপ্লোরারে গিট যুক্ত করেছে মাইক্রোসফট। গিটের মাধ্যমে প্রোগ্রামাররা তাদের প্রজেক্টের কোডের নানান পরিবর্তন চিহ্নিত করতে পারেন, বিভিন্ন সংস্করণের কোডের পরিবর্তন ও সংশোধন করতে পারেন। কোডিং ফাইলগুলোর স্ট্যাটাস সহজেই ফাইল এক্সপ্লোরারের মাধ্যমে জানা যাবে। এছাড়া কোনো ফাইলকে ৭-জিপ বা টার সংস্করণে পরিবর্তনও ফাইল এক্সপ্লোরারের মাধ্যমে করা যাবে।