জামানত হারালেন যুবলীগের ২ নেতা
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে নির্ধারিত ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন চার প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু (মোটরসাইকেল প্রতীক) ৩৯৭ ভোট ও সাধারণ সম্পাদক আলী হায়দার (দোয়াত-কলম প্রতীকে) ২৮০ ভোট, ভাইস চেয়ারম্যান পদে মো. জহিরুল ইসলাম খোকন (উড়োজাহাজ প্রতীক) ৮ হাজার ৩৭৭ ভোট ও এম জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া (টিউবওয়েল প্রতীক) ১৮ হাজার ৭০৮ ভোট পেয়ে জামানত হারান।
এ বিষয়ে উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ৮৩ হাজার ৮৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল ওমর পেয়েছে ৭৫ হাজার ৭৪৮ ভোট। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাছুম চৌধুরী তালা প্রতীকে ৩৮ হাজার ৯৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মাহবুব আলম টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৯৪০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে ফরিদা পারভীন (শ্যামলী চৌধুরী) ৫২ হাজার ৩১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট নুরজাহান সেলাই মেশিন প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ১৮৬ ভোট। উপজেলা পরিষদ নির্বাচনে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ২০৮ ভোট।