সোনারগাঁওয়ে জাল ভোট দেওয়ায় যুবকের কারাদণ্ড
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় আবু হানিফ (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বারদী ইউনিয়নের দৌলরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই যুবককে আটক করা হয়।
আবু হানিফ বারদী ইউনিয়নের দৌলরদী গ্রামের কবির হোসেনের ছেলে।
দৌলরদী ভোট কেন্দ্রের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফরিদউদ্দিন জানান, জাল ভোট দেওয়ার অপরাধে আবু হানিফ নামের এক যুবককে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের নেওয়া হলে বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে ভোট শুরুর পর সকাল ১০টার দিকে উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে সন্দেহজনকভাবে এক যুবককে স্থানীয়রা ধাওয়া করে। এসময় ওই যুবকের ফেলে যাওয়া ব্যাগ থেকে চারটি চাইনিজ কুড়াল ও একটি দা উদ্ধার করে। একই সময় পার্শ্ববর্তী এক কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় আরও পাঁচটি রামদা উদ্ধার করা হয়। পরে দু’দফায় উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেন তারা।
এ ব্যাপারে ওই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওমর ফারুক মিয়াজি বলেন, ‘ভোট কেন্দ্রের বাইরে থেকে স্থানীয়রা বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেন। তবে ভোট কেন্দ্রের অবস্থা স্বাভাবিক রয়েছে। ’
এরআগে, ভোট শুরু হওয়ার আগে চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমরে সমর্থকেরা জাতীয় শ্রমিকলীগের সোনারগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের ওপর অতর্কিত হামলা চালিয়ে জখম করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
অপরদিকে, উপজেলার সনমান্দি ইউনিয়নের সনমান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আনারস প্রার্থীর সমর্থক আলামিনসহ দুইজনকে কুপিয়ে জখম করে ঘোড়া প্রতীকের সমর্থকরা।
এ ব্যাপারে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এএসআই নিবির আহমেদ জানান, কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর শুনেছি। তবে ভোট কেন্দ্রে এর কোনো প্রভাব পড়েনি।