কীভাবে ইউটিউব ভিডিও অফলাইনে চালাবেন

প্রযুক্তি সময় ডেস্ক
১৯ মে ২০২৪, ০০:০০
শেয়ার :
কীভাবে ইউটিউব ভিডিও অফলাইনে চালাবেন

ইউটিউব খুলে সেই ভিডিও চালান যেটা অফলাইন মোডে সেভ করতে চান।

তারপর একটি ডাউনলোড অপশন থাকবে ঠিক ভিডিওর নিচে। সেখানে ক্লিক করতে হবে।

আপনি কেমন কোয়ালিটিতে ভিডিও সেভ করতে চান তার অপশন আসবে। কম (১৪৪ঢ়), মাঝারি (৩৬০ঢ়) এবং বেশি (৭২০ঢ়) অপশন পাওয়া যাবে। ভিডিও কোয়ালিটি যত বেশি হবে ডাউনলোড করতে তত বেশি ইন্টারনেটের প্রয়োজন হবে। একবার ডাউনলোড হয়ে গেলে যেখানে খুশি, যখন খুশি চালানো যাবে সেই ভিডিও।