বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন আওয়ামী লীগের নায়েব আলী

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
১৮ মে ২০২৪, ১৬:১৫
শেয়ার :
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন আওয়ামী লীগের নায়েব আলী

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার। 

আজ শনিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে বেসরকারিভাবে নায়েব আলী জয়ী হন।

ঝিনাইদহ-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপনির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। তিনজন প্রার্থীর মধ্যে খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের আব্দুল আলিম ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিদ্রোহী প্রার্থী শিল্পপতি নজরুল ইসলাম প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এ কারণে একমাত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নায়েব আলীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আগামীকাল রবিবার আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ হবে।

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই গত ১৬ মার্চ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী আব্দুল হাই ৯৫ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।