নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে একজনকে কুপিয়ে জখম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে সৈয়দ আলী আজম (৫৭) নামের আনারস প্রতীকের এক কর্মীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বালিয়াকান্দি উপজেলার দক্ষিণবাড়ী গ্রামের দরগার পাশে জহিরের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত আজম উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গ্রামের সৈয়দ মোকছেদুর রহমানের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন সৈয়দ আলী আজম বলেন, ‘আমি আবুল কালাম আজাদের আনারস মার্কা প্রতীকের ভোট চেয়ে রামদিয়া ব্রীজ ঘাট এলাকা থেকে বাড়ি ফিরছিলাম। দক্ষিণ বাড়ী দরগার পাশে জহিরের বাড়ির সামনে পৌঁছালে এহসানুল হাকিম সাধনের মোটরসাইকেল প্রতীকের সমর্থক ছাত্রলীগ নামধারী জীবন, মনিরসহ ৩ জন পিছন থেকে মোটরসাইকেল যোগে এসে মাথা লক্ষ্য করে কোপ দেয় ও আঘাত করে। বুঝতে পেরে মাথা সরিয়ে নিলে মাথার পিছনে কেটে যায়। তারা চোখ ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মোটরসাইকেল নিয়ে তারা পালিয়ে যায়।’
তিনি বলেন, ‘ইতিপূর্বে জীবন আমাকে হত্যার পরিকল্পনা করে। তারই অংশ হিসেবে এ হামলা।’
আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ বলেন, নিশ্চিত পরাজয় বুঝতে পেরে সুষ্ঠু ভোটের পরিবেশকে অস্থিতিশীল করতে আমার কর্মীদের ওপর হামলা করা হচ্ছে। জীবন নামে ওই ছেলের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। মামলা থাকা সত্বেও প্রকাশ্যে কর্মীদের হুমকি-ধামকি, মারধর করে যাচ্ছে। তাকে দ্রুত গ্রেপ্তার করে ভোটের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।’
এরআগে নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন ইসলাম তার ফেসবুকে পোস্ট দেয়, ‘বালিয়াকান্দি উপজেলায় নতুন এক ইতিহাস তৈরি হবে খুব দ্রুতই।’
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।