যুবলীগের সাবেক সভাপতির বিরুদ্ধে ছাত্রলীগ নেতার জিডি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও
১৬ মে ২০২৪, ০৮:৪৩
শেয়ার :
যুবলীগের সাবেক সভাপতির বিরুদ্ধে ছাত্রলীগ নেতার জিডি

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কায়সার হাসানাতের নামে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দেওয়ায় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমানের বিরুদ্ধে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

গতকাল বুধবার বিকেলে সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর বাদী হয়ে এ সাধারণ ডায়েরি করেন। 

সোনারগাঁও থানার ডিউটি অফিসার তানিয়া আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন। 

জিডিতে ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম সাগর উল্লেখ করেছেন, গত ১৪ মে বিকেল ৫টার দিকে পৌরসভা এলাকায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালামের উঠান বৈঠকে গাজী মজিবুর তার বক্তব্যে এমপি কায়সারের উদ্দেশ্যে বলেন, ‘ভোটের বেপারি হইয়েন না, ভোটের বেপারি হয়ে সুবিধা করতে পারবেন না। মানুষ এখন অনেক সচেতন। সাধারণ জনগণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে না।’

তিনি আরও উল্লেখ করেছেন, বিবাদী গাজী মজিবুর রহমান বিভিন্ন সময় বিভিন্ন ফেসবুক আইডি দিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ এবং হুমকিমূলক বিভিন্ন মন্তব্য করে মানহানি করছে। গত ১৪ মে বিকেল ৫টার দিকে বিবাদী ফেসবুক আইডি (Gazi Mobaraki) হতে রাজনৈতিক বিশেষ নেতাদের নামে বিভিন্ন উশৃঙ্খল এবং হুমকি স্বরূপ মন্তব্য দিয়ে পোস্ট করেন।

এ অভিযোগের বিষয়ে কথা বলতে অভিযুক্ত উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমানের মোবাইলে ফোন করা হলে তিনি কোনো সাড়া দেননি।