প্রার্থিতা হারালেন প্রতিমন্ত্রীর বড় ভাই
দ্বিতীয় দফায় আগামী ২১ মে অনুষ্ঠিত হবে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের ঠিক পাঁচ দিন আগে চেয়ারম্যান পদে প্রার্থিতা হারালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর বড় ভাই জামিল হাসান দূর্জয়। আজ বুধবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) তার প্রার্থিতা বাতিল করেছে।
এর আগে বারবার আচরণবিধি ভঙের কারণে জামিল হাসান দূর্জয়কে গত সোমবার ‘কেন তার প্রার্থিতা বাতিল হবে না’ জানতে চেয়ে কৈফিয়ত তলব করে ইসি। আজ বুধবার বেলা ১১টায় দূর্জয় নিবাচন কমিশনে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেন। ইসি দীর্ঘ শুনানির পর তার প্রার্থিতা বাতিলে আদেশ দেয়।
এদিকে, আজ দুপুরের এ নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিসি বলেন, শ্রীপুরের উপজেলা পরিষদের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। কোথাও অপ্রীতিকর কিছু ঘটলে দ্রুত সময়ে ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রার্থীকে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই। নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ করতে এবং ভোটারদের মধ্যে আস্থা ফেরাতে অন্য উপজেলার কর্মকর্তারা প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম
জামিল হাসান দূর্জয়ের প্রার্থিতা বাতিলের প্রসঙ্গে জানতে চাইলে আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘সংবাদমাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। অফিসিয়ালি এখনো কোনো চিঠি পাইনি। চিঠি পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
ওই প্রার্থীর প্রচারণার বিষয়ে তিনি বলেন, ‘প্রার্থিতা বাতিল হলে কোনো প্রার্থী প্রচারণা করতে পারেন না। কর্মশালায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মামুনুল করিম, জেলা নির্বাচন কর্মকর্তা এস এম কামরুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমির হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আল নোমান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর খান প্রমুখ।