বিইউপিতে আন্তঃবিশ্ববিদ্যালয় স্থিরচিত্র ও চিত্রকর্ম প্রদর্শনী

প্রেস বিজ্ঞপ্তি
১৪ মে ২০২৪, ২১:০৬
শেয়ার :
বিইউপিতে আন্তঃবিশ্ববিদ্যালয় স্থিরচিত্র ও চিত্রকর্ম প্রদর্শনী

কোনো ছবি জীবনের গল্প বলে। কোনো ছবি মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়া স্মৃতি। আবার কোনো ছবিতে যেনো ফুটে ওঠে গল্প, আবার কখনো শিল্পী তার ছবিতে কিংবা রংতুলি দিয়ে ফুটিয়ে তোলে কোনো বিশেষ বার্তা। ক্যামেরার শাটার থেকে শুরু করে রঙের তুলি। আর শিল্পীর শিল্প ফ্রেমবন্ধী হলেই যেন হয়ে যায় অমর কীর্তি। তাই সব চিত্রকর, আর ছবিওয়ালদের সম্মানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ফটোগ্রাফি সোসাইটি প্রতি বছর আয়োজন করে ২ দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় স্থিরচিত্র ও চিত্রকর্ম প্রদর্শনী।

প্রদর্শনীর পঞ্চম আসর সম্পন্ন হয়েছে গত ৭ ও ৮ মে। এই আয়োজনের ১ম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে শিক্ষার্থীদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন  বিউইপির ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিসের (এফএসএসএস) ডিন বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী তালুকদার, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। দ্বিতীয় দিন এই প্রদর্শনীর, পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন।  তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন কীভাবে বিইউপি ফটোগ্রাফি সোসাইটির এই আয়োজন তার বিদেশ ভ্রমণের বিভিন্ন প্রদর্শনীর স্মৃতিকে রোমন্থন করেছে। তাছাড়া নিজ হাতে বিজয়ী ও বিচারকমণ্ডলীকে শুভেচ্ছা উপহার, সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দিয়েছেন।

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির এই মেগা ইভেন্টের টাইটেল স্পন্সর ছিল ‘অনার বাংলাদেশ’। এ ছাড়া অন্য পার্টনার দের মধ্যে, নিউজ মিডিয়া পার্টনার- আমাদের সময়, ডেজার্ট পার্টনার পারফেগ্রিক ইয়োগার্টস, প্রিন্ট মিডিয়া পার্টনার দ্য বিজনেস স্টান্ডার্ড (টিবিএস গ্রাজ্যুয়েট), এনগেজমেন্ট পার্টনার- কালাচারাল ক্লাসিসিস্ট,  ইউথ এনগেজমেন্ট পার্টনার- এক্সলেন্স বাংলাদেশ এবং রেডিও পার্টনার ছিল রেডিও কার্নিভাল।  

এই প্রদর্শনী উৎসবের প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রায় সব ইউনিভার্সিটি থেকে ২০০০+ স্থিরচিত্র এবং চিত্রকর্ম জমা হয়েছিল প্রদর্শনীর উদ্দেশ্য। সেখান থেকে প্রদর্শনীতে মাত্র ১৫০টি স্থিরচিত্র ও চিত্রকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে।

স্ফুরণ ৫.০ এর মাধ্যমে বিইউপি ফটোগ্রাফি সোসাইটি তরুণ ফটোগ্রাফার ও চিত্রশিল্পীরা নিজেদের প্রতিভা ও সৃজনশীলতাকে তুলে ধরার শুধু নতুন সুযোগই তৈরি করে নি খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দ্বার।