মঞ্চেই মৃত্যু হলো অভিনেতার

বিনোদন ডেস্ক
১৩ মে ২০২৪, ১৮:১১
শেয়ার :
মঞ্চেই মৃত্যু হলো অভিনেতার

ভারতের দক্ষিণী মারাঠি সিনেমা ইন্ডাস্ট্রিতে একের পর এক দুঃসংবাদ। মালয়ালম অভিনেত্রী বেবি গিরিজা, সিনিয়র সাউন্ড রেকর্ডিস্ট এএন ঠাকুর এবং তেলুগু অভিনেত্রী পবিত্রা জয়রামের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। এর মাঝে আরও এক অভিনেতার মৃত্যুর খবরে শোকে স্তব্ধ মারাঠি সিনেমা ইন্ডাস্ট্রি।

গতকাল রবিবার রঙ্গোৎসবের মঞ্চে অভিনয় করার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেতা সতীশ জোশী। তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার বন্ধু রাজেশ দেশপান্ডে। এক ফেসবুক পোস্টে বন্ধুকে হারানোর দুঃসংবাদটি দেন।

জানান, আমাদের প্রবীণ বন্ধু অভিনেতা সতীশ জোশী রঙ্গোৎসবের মঞ্চে মারা গেছেন।

জানা গেছে, ‘সৃজন দ্য ক্রিয়েশন’ সংগঠনের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অভিনেতা সতীশ। উৎসব চলাকালীনই তার মৃত্যু হয়।

অভিনেতা সতীশের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মারাঠি সিনেমা ইন্ডাস্ট্রিতে।

জোশী সতীশ মারাঠি সিনেমার একজন অভিজ্ঞ শিল্পী, যার অভিনয় দিয়ে তিনি সকলকে মুগ্ধ করেছেন। ‘ভাগ্যলক্ষ্মী’ সিনেমায় তার অভিনয় সমালোচকদের কাছে বেশ প্রশংসিত হয়েছিল।