‘রিয়েলমি সি৬৫’: এন্ট্রি লেভেলেই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের এক্সপেরিয়েন্স
এন্ট্রি লেভেল স্মার্টফোন সম্পর্কে ধারণা পাল্টে দিতে সম্প্রতি বাজারে উন্মোচিত হয়েছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির নতুন সি৬৫ ডিভাইস। স্মার্টফোন ব্যবহারকারীদের চাহিদা ও সামর্থ্য বিবেচনা করে ‘বাজেট-ফ্রেন্ডলি’ এন্ট্রি লেভেল মোবাইলের চাহিদা মেটাবে এই ফোনটি। সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারে ঠাসা সেরা স্মার্টফোনটি কেবল ডিজাইন ও গড়নই একই দামের অন্যান্য ব্র্যান্ডের ফোনের চেয়ে এগিয়ে নয়, বরং টেকনোলজিতেও স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে নতুন মানদণ্ড তৈরি করতে সক্ষম হয়েছে।
স্মার্টফোনের বাজারের বেশিরভাগ ব্র্যান্ডের এন্ট্রি-লেভেল স্মার্টফোনে সর্বাধুনিক প্রযুক্তির বিভিন্ন ফিচার দেওয়ার কথা বলা হলেও ব্যবহার করতে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। বেশ কিছু অ্যাপ একসঙ্গে চালানো সম্ভব হয় না। অথবা হাই-রেজ্যুলেশনের ছবি, ভিডিও বা গেমস প্লে করলে ডিভাইসটি ধীরগতির হয়ে যায়। তবে এক্ষেত্রে চার বছর স্মুদ মাল্টিটাস্কিংয়ের প্রতিশ্রুতি দিচ্ছে ‘রিয়েলমি সি৬৫’। যা শুধু কাগজের কথা নয় বরং জার্মান কোয়ালিটি স্ট্যান্ডার্ড টিইউভি-এসইউডি সার্টিফিকেশন। এই সেগমেন্টে ‘রিয়েলমি সি৬৫’ একমাত্র স্মার্টফোন যেটি সম্মানজনক ও আস্থার এই স্বীকৃতি পেয়েছে এবং ফোনের দীর্ঘস্থায়ী কোয়ালিটি নিশ্চিত করে।
তাছাড়া চোখের চাপ কমাতে মোবাইলটিতে আরও রয়েছে টিইউভি লো ব্লু লাইট সার্টিফিকেটের মতো নানা প্রযুক্তিগত সুরক্ষা। ব্র্যান্ডের নতুন ‘এসেন্সিয়াল প্লাস’ পজিশনিংয়ের প্রথম মডেল ‘রিয়েলমি সি৬৫’। ডিভাইসটি বাজারে আসতে না আসতেই টেকপাড়ায় দারুণ সাড়া ফেলেছে। যে সব অনন্য ফিচারসমূহ এই স্মার্টফোনটির জনপ্রিয়তা তুঙ্গে তুলে দিয়েছে, সে সম্পর্কে কিছু ধারণা দেওয়া হলো-
চার বছরের ল্যাগ-ফ্রি পারফরম্যান্স:
সকল স্মার্টফোনপ্রেমীরই চাওয়া থাকে তাদের এন্ট্রি-লেভেলের মোবাইলটি ল্যাগ-ফ্রি নিরবচ্ছিন্ন পারফরম্যান্স দেবে। তরুণদের এসব সমস্যা সমাধানে রিয়েলমি নিয়ে এসেছে অসাধারণ স্মুদ মাল্টিটাস্কিংয়ে পটু ‘রিয়েলমি সি৬৫’। এই ফোনটির রয়েছে স্বনামধন্য টিইউভি এসইউডির ৪৮-মাস মেয়াদী ফ্লুয়েন্সি সার্টিফিকেশন এবং সেগমেন্টের প্রথম ৪৮-ওয়াট চার্জিং সিস্টেম। একই দামের অন্যান্য ব্র্যান্ডের ফোনের মধ্যে রিয়েলমি সি৬৫ একটি নতুন মাইলফলক সৃষ্টিকারী একমাত্র ডিভাইস। কেননা এই স্মার্টফোনের রয়েছে টিইউভি-এসইউডি সার্টিফিকেশন থেকে পাওয়া সম্মানজনক জার্মান ফোর-ইয়ার স্মুদ সার্টিফিকেশন, যা ফোনটির পারফরম্যান্স কোয়ালিটির সত্যতা নিশ্চিত করে।
কোয়ালিটি ও পারফরম্যান্স:
স্মার্টফোন ব্যবহারকারীরা বৃষ্টি বা ধুলোবালিতেও কোনো রকম বাড়তি সতর্কতা ছাড়াই নির্বিঘ্নে ডিভাইসটি ব্যবহার করতে পারেন। কেননা মোবাইলটির টেকসইতা নিশ্চিত করতে এতে রয়েছে অত্যাধুনিক আইপি৫৪ ওয়াটার রেজিস্ট্যান্স, উদ্ভাবনী ও কার্যকরী রেইনওয়াটার স্মার্ট টাচ ও ৩৬০ ডিগ্রি সারাউন্ড অ্যান্টেনা ডিজাইন। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ফ্লিকারসহ ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা তো থাকছেই। ‘রিয়েলমি সি৬৫’-এর রয়েছে ‘এআই বুস্ট’ সুবিধা, সর্বাধুনিক এই ফিচার ‘ল্যাগ’ কমিয়ে আনে। তাছাড়া গেমিংয়ের সময় ‘হাই ফ্রেম রেট’ বজায় রাখে। ‘স্মুথ’ ও ‘গেমিং’ বুস্ট অসাধারণ মাল্টি টাস্কিং এবং ঝামেলা বিহীন গেমিং এক্সপেরিয়েন্স দেয়।
৪৫ ওয়াট প্যান্থার স্পিড:
‘রিয়েলমি সি৬৫’ আরও দিচ্ছে- ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতার একটি ম্যারাথন ব্যাটারি। দীর্ঘসময় ধরে দৈনন্দিন প্রয়োজনে স্মার্টফোন ব্যবহারে তা একেবারে আশীর্বাদের মতন। বারবার মোবাইল চার্জের দুশ্চিন্তা থেকে স্মার্টফোনপ্রেমীদের মুক্তি দেবে এই ব্যাটারি; যেটি ১৬’শ চার্জ সাইকেলের পরও ৮০ শতাংশের বেশি সক্ষমতা নিশ্চিত করে। ‘রিয়েলমি সি৬৫’কে ৩০ মিনিটেই সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত চার্জ দেওয়া সম্ভব। ডিভাইসটির অসাধারণ পারফরম্যান্স ব্যবহারকারীদের দেবে ‘৩০ সেকেন্ডে চার্জিংয়ে ৪৩ মিনিটস টক টাইম’-এর স্বাচ্ছন্দ্য।
নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য বেশি ‘পাওয়ার’ সক্ষমতা:
ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী সিপিইউ’র অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট ফিচার, যেটি অল্প ‘পাওয়ার’ বা চার্জ ব্যবহার করে মোবাইলের কার্যকারিতা বৃদ্ধি করতে সক্ষম। এছাড়া, স্মার্টফোনের ৮ জিবি + ৮ জিবি সমৃদ্ধ অসাধারণ র্যাম এবং ২৫৬ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ মোবাইলটির অসাধারণ পারফরম্যান্সে বাড়তি মাত্রা যুক্ত করেছে। ফলশ্রুতিতে এই স্টোরেজ স্পেসে নির্বিঘ্নে ফটো, ভিডিও ও অ্যাপ সংরক্ষণ করতে পারছেন ব্যবহারকারীরা, যা তাদের জন্য স্মুদ ও নির্বিঘ্ন অভিজ্ঞতা নিশ্চিত করে।
আরও পড়ুন:
যে গ্রহে হয় বালুবৃষ্টি
মাথা ঘুরিয়ে দেওয়া আল্ট্রা-স্লিম ডিজাইন:
আল্ট্রা-স্লিম ও সবচেয়ে নান্দনিক ডিজাইনের মোবাইল হিসেবে এন্ট্রি-লেভেল স্মার্টফোনের ক্যাটাগরিতে দৃষ্টি কাড়ছে ‘রিয়েলমি সি৬৫’। এটির সুপার স্লিক ৭.৬৪ এমএম আল্ট্রা স্লিম গড়ন, যা এই ক্লাসের মধ্যে সবচেয়ে পাতলা ফোন। সঙ্গে আছে ফ্ল্যাগশিপ লেন্স এবং অ্যাঙ্গুলার বেজেল ডিজাইন যা ফোনের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে তুলেছে। স্মার্টফোনটিতে আছে ৩০০এনএম ৭-লেয়ার কোটিং প্রক্রিয়া এবং এটি দ্বিস্তরযুক্ত তারার আলোর (স্টারলাইট) প্রভাব তৈরি করে। স্মার্টফোনটি স্লিম হওয়ায় এটি হাতে গ্রিপ করতে ও পকেটে পুরতে দারুণ সুবিধাজনক। স্মার্টফোনটি স্টারলাইট পার্পল ও স্টারলাইট ব্ল্যাক এই দুটি পছন্দের রঙে কিনতে পারবেন ব্যবহারকারীরা।
অবাক করা ফিচারসমূহ:
এই ফোনে আরও রয়েছে- ফ্ল্যাগশিপ ফিচার ‘এয়ার জেসচার’, যেটি এন্ট্রি-লেভেল প্রাইস সেগমেন্টে এবারই প্রথম। এ ছাড়া এটির এআই অ্যালগরিদম সঠিকভাবে ইউজার জেসচারও শনাক্ত করতে পারে। ‘রিয়েলমি সি৬৫’-এর রয়েছে ডায়নামিক বাটন। এটি পাওয়ার বাটন ছাড়াও বিভিন্ন কাস্টমাইজ কাজে ব্যবহার করা যায়। স্মার্টফোনটির আল্ট্রা-লিনিয়ার স্পিকার ২০০ শতাংশ অধিক ভলিউম এবং শক্তিশালী লো-ফ্রিকোয়েন্সি পারফরম্যান্স দিয়ে থাকে। এটি দেবে মিউজিকের অসাধারণ অভিজ্ঞতা।
এন্ট্রি লেভেলে বেস্ট পারফর্মার স্মার্টফোন হিসেবে অন্য ব্র্যান্ডগুলোর চেয়ে বহুগুণে এগিয়ে আছে ‘রিয়েলমি সি৬৫’। প্রতিকূল পরিবেশে স্মর্টফোনটি টেস্টিং স্ট্যান্ডার্ডের পরেই বাজারে আনা হয়েছে, যার মধ্যে রয়েছে পাঁচ লাখবার পাওয়ার বাটন স্ট্রেস টেস্ট, ২০ হাজারবার ইউএসবি প্লাগ-ইন স্ট্রেস টেস্ট, এক হাজারবার ২৫ কেজি ফোর্সে স্কুইজ টেস্ট, ১৪ হাজারবার মাইক্রো-ড্রপ টেস্ট ইত্যাদি। বর্তমান সময়ে তরুণদের দীর্ঘসময় ধরে নির্বিঘ্নভাবে ফোন ব্যবহারের চাহিদা মেটাতে ‘রিয়েলমি সি৬৫’ এর জুড়ি মেলা ভার।
আরও পড়ুন:
এআই টিম ভেঙে দিল মেটা
৭.৬৪ এমএম আল্ট্রা স্লিম ডিজাইন, টিইউভি এসইউডির ৪৮-মাস মেয়াদি ফ্লুয়েন্সি সার্টিফিকেশন, সেগমেন্টের প্রথম ৪৮-ওয়াট চার্জিং সিস্টেম প্রভৃতির মাধ্যমে গ্রাহকদের স্মুদ মাল্টিটাস্কিংয়ের প্রত্যাশা পূরণ করা রিয়েলমি সি৬৫-এর ৮জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্ট বাজারে পাওয়া যাচ্ছে ১৯ হাজার ৯৯৯ টাকায় এবং ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্ট কেনা যাবে ২৩ হাজার ৯৯৯ টাকায়।