আজ মাকে যেসব উপহার দিতে পারেন
মাকে কোনো কিছু দিয়েই আসলে যথাযথ উপহার দেওয়া হয় না। কারণ, মা যা দিয়েছেন, তার কাছে যত দামি উপহারই হোক, সবই তুচ্ছ। তবু মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করা সন্তানের কর্তব্য। আজ মা দিবস উপলক্ষে আপনার পছন্দসই কোনো উপহার দিয়ে মাকে আনন্দ দিতে পারেন। চলুন জেনে নিই কী কী উপহারে মাকে ভালোবাসা জানাতে পারেন।
• বিশেষ এ দিনটিকে স্মরণীয় করে রাখতে মাকে একটি শাড়িও কিনে দিতে পারেন।
• একটি ছোট সোনার আংটি বা কানের দুল উপহার দিতে পারেন মাকে। এটি পেলে মা নিশ্চয়ই খুশি হবেন।
• নিজ হাতে বানিয়ে মাকে দিতে পারেন কার্ড। স্মৃতি হিসেবে রয়ে যাবে সেটি।
• ফুল অথবা চকলেট উপহার দিতে পারেন মাকে।
আরও পড়ুন:
শীতে গর্ভবতী মায়েদের যত্ন
• শোপিস, ডোর বেল অথবা ছবির অ্যালবাম হতে পারে মায়ের জন্য উপহার।
• সাজের বিভিন্ন অনুষঙ্গ উপহার দিতে পারেন মাকে। আপনার দেওয়া উপহার নিয়মিত ব্যবহারের পাশাপাশি মা এই বিশেষ দিনটির কথাও মনে রাখবেন।
• আপনার মা যদি কর্মজীবী হন, তাহলে একটি ভালো ব্যাগ অথবা হাতঘড়ি হতে পারে সেরা উপহার।
• এই গরমে একটি সুন্দর পরফিউম বা সুগন্ধি কিনে দিতে পারেন মাকে।
আরও পড়ুন:
জরায়ুমুখ ক্যানসারের লক্ষণগুলো জেনে রাখুন
• সারা দিন নিশ্চয়ই আপনার মা রান্নাঘরে ব্যস্ত সময় পার করে! একটি দিন মাকে বিশ্রাম নিতে দিন অথবা তাকে নিয়ে কোথাও ঘুরে-বেড়িয়ে আসুন।
• আপনার মা যদি বই পড়তে ভালোবাসেন, তাহলে তার পছন্দের লেখকের কোনো বই উপহার দিতে পারেন।
• এ ছাড়া রান্নাঘরের বেশ কিছু প্রয়োজনীয় জিনিস আছে যেমন প্রেশার কুকার, রাইস কুকার, ব্লেন্ডার, ফ্রাই প্যান, ওভেন ইত্যাদি জিনিসও কিনতে পারেন। এতে মায়ের কষ্ট একটু হলেও কমবে।
• রাতে মায়ের জন্য কেক কেটে মা দিবস উদযাপন করতে পারেন। এ সময় তার পছন্দের খাবার দিয়ে টেবিল সাজিয়ে দিন।
আরও পড়ুন:
শীতে মুলা কেন খাবেন?
• অনেক দামি কিছু দেওয়ার সামর্থ্য না থকেলে কিছু তাজা ফুল দিয়ে মাকে শুভেচ্ছা জানাতে পারেন।