‘আমার সঙ্গে ব্রেকআপ হলে বিপাশার সঙ্গে ডেট শুরু করে জন’

বিনোদন ডেস্ক
০৯ মে ২০২৪, ১১:৫১
শেয়ার :
‘আমার সঙ্গে ব্রেকআপ হলে বিপাশার সঙ্গে ডেট শুরু করে জন’

বলিউড দিনো মোরিয়া ও বিপাশা বসু যখন ‘রাজ’ সিনেমায় অভিনয় করেন, তখন পর্দার বাইরে তাদের বাস্তব জীবনের রসায়ন নিয়েও অনেক চর্চা হয়। বাস্তবে আসলেই প্রেমের সম্পর্কে ছিলেন তারা। তবে তাদের সে সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। দিনোর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর বিপাশার সঙ্গে ডেট শুরু করেন বলিউডের আরেক অভিনেতা জন আব্রাহাম। খোদ দিনো মোরিয়াই জানালেন এ তথ্য।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, সম্প্রতি ভারতের জনপ্রিয় উপস্থাপক, চলচ্চিত্র সমালোচক সিদ্ধার্থ কান্নানকে সাক্ষাৎকার দেন দিনো। সেখানে তিনি বিপাসার সঙ্গে প্রেম ও জনের সঙ্গে বন্ধুত্বের গল্প শোনান।

সাক্ষাৎকারে দিনো জানান, বিপাশার সঙ্গে প্রেমের সম্পর্ক শেষ হলে জন তার সাবেক প্রেমিকার সঙ্গে ডেট শুরু করেন। এ নিয়ে জনের সঙ্গে বন্ধুত্বে ফাঁটল বা রেষারেষি হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘কখনো কোনো রেষারেষি ছিল না। আমরা একসঙ্গে মডেলিং করতাম, কথা বলতাম। মজার সময়ও কেটেছে। আমার সঙ্গে বিচ্ছেদের পরে জনের সঙ্গে সম্পর্কে জড়ান বিপাশা। তখন থেকেই মানুষ ভাবতে শুরু করে, আমাদের মধ্যে হয়তো কোনো প্রতিদ্বন্দ্বিতা রয়েছে কিন্তু, তা একেবারেই নয়। আমরা যে যার মতো কাজ করছিলাম।’

দিনো বলেন, ‘গতকালই ওর সঙ্গে কথা হচ্ছিল। জিজ্ঞাসা করলাম, একসঙ্গে কবে বাইক রাইডে যাব আর কফি খাব?’

শুধু বিপাশা নন, লারা দত্তের সঙ্গেও ডেট করার কথা শোনান দিনো। তিনি বলেন, ‘লারার সঙ্গে আমার অল্প ডেট হয়েছে। এটা পাগলামি ছিল। আমার সম্পর্কগুলো রোলার কোস্টারে চড়ার মতো ছিল।’ সব প্রাক্তন প্রেমিকার সঙ্গে এখনো ভালো সম্পর্ক আছে বলেও জানান দিনো।

‘রাজ’ ছাড়াও বিপাশার সঙ্গে ‘গুনাহ’, ‘ইশক হ্যায় তুমসে’ ছবিতেও অভিনয় করেছেন দিনো। তাকে সর্বশেষ দেখা গেছে ছবি মালয়ালাম ‘বান্দ্রা’-তে।