হত্যা মামলায় বিএনপির ২ নেতা কারাগারে

লালমনিরহাট প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৪, ১৮:১৭
শেয়ার :
হত্যা মামলায় বিএনপির ২ নেতা কারাগারে

লালমনিরহাটে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন এবং নুরনবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে এজাহারভুক্ত ১৬ জন আসামি জামিন আবেদন করেন, এর মধ্যে ১৪ জনের জামিন মঞ্জুর করে দুইজনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মিজানুর রহমানের আদালত।

উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে লালমনিরহাটের মহেন্দ্রনগরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীরসহ অনেকে আহত হন। পরে জাহাঙ্গীর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ১ নভেম্বর লালমনিরহাট সদর থানায় ৮১ জনের নাম উল্লেখসহ ৩০০-৪০০ জনকে অজ্ঞাত আসামি করে লালমনিরহাট সদর থানায় মামলা করা হয়।