শেষ হলো সেভেন রিংস্ সিমেন্ট ডিলার কনফারেন্স
‘বিশ্বাসে, একসঙ্গে’ স্লোগানকে প্রতিপাদ্য করে কক্সবাজারের একটি পাঁচতারকা হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে দেশসেরা সিমেন্ট ব্র্যান্ড সেভেন রিংস্ সিমেন্টের ডিলার কনফারেন্স। তিনদিনব্যাপী বর্ণিল এই আয়োজনে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের দক্ষিণ ও উত্তরবঙ্গ থেকে আসা পরিবেশক এবং ইন্ডিয়া থেকে আগত সেভেন রিংস্ সিমেন্টের ইম্পোর্টার ও পরিবেশকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভেন রিংস্ সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর মিস তাহমিনা আহমেদ, ভাইস-চেয়ারম্যান জনাব শেখ রায়হান আহমেদ, শুন্ শিং গ্রুপ ইন্টারন্যাশনাল লিমিটেড, হংকংয়ের ডিরেক্টর ইবনান পাশা, শুন শিং গ্রুপ বাংলাদেশ অপারেন্সের ডিরেক্টর সাইফ রহমান, গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সেক্রেটারি কাউসার আলম, চিফ মার্কেটিং অফিসার(এসসিবিএল ও এসএসসিএমএল) মো. হারুন-উর-রশিদ, চিফ অপারেটিং অফিসার-ব্যাগ প্ল্যান্ট কামরুল আহসান ও অন্যান্য কর্মকর্তারা।
এই অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশকরা তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। এখানে সেরা পরিবেশকদের মাঝে বিশেষ পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অতঃপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজের মাধ্যমে এই আনন্দঘন মিলন মেলার পরিসমাপ্তি ঘটে।