উপ-নির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম

বিনোদন প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৪, ১৪:০৬
শেয়ার :
উপ-নির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম

জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও ঢাকার আসনে প্রার্থী হয়ে আলোচনায় ছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনের প্রার্থী হচ্ছে তিনি। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম।

তিনি বলেন, ‘আমার এক ভাই কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন। আমি সেখানে প্রচারণা চালাতে এসেছি। আমি সৎ এবং সাহসী মানুষ। সবাই চায় আমি যেন সংসদ সদস্য হয়ে সবার কথা বলি, তাদের পাশে থাকি। সে কারণে ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে স্থানীয়রা আমাকে চাচ্ছে।’

হিরো আলম আরও বলেন, ‘আমি ঝিনাইদহ-১ আসনের লোকজনের সঙ্গে কথা বলেছি। সেখানকার মানুষজন বলেছে- নির্বাচনে তারা আমার সঙ্গে থাকবে। সকল সাহায্য-সহযোগিতা করবে। আমিও তাদের আশ্বাস দিয়েছি, তাদের পাশে সব সময় থাকব। সেভাবেই প্রস্তুতি চলছে আমার।’

উল্লেখ্য, আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচন। গেল মঙ্গলবার নির্বাচন কমিশন এই আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে শূন্য হওয়া আসনে ভোট হবে আগামী ৫ জুন।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ ৭ মে, মনোনয়নপত্র বাছাই ৯ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে। প্রতীক বরাদ্দ ১৭ মে ও ভোট হবে ৫ জুন। রির্টার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন খুলনা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা।