খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামালের বাবা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৪, ২৩:৫০
শেয়ার :
খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামালের বাবা মারা গেছেন

দৈনিক খবরের কাগজের সম্পাদক ও সাহিত্যিক মোস্তফা কামালের বাবা মোহাম্মদ হোসেন হাওলাদার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার সকাল ৯টায় তিনি রাজধানীর উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। 

১৯৩০ সালে বরিশালের মেহেন্দিগঞ্জে আন্ধার মানিক গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ হোসেন হাওলাদার। পেশায় শিক্ষক ছিলেন। অবসর জীবনে তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজে জড়িত ছিলেন। তিনি স্ত্রী সুফিয়া বেগম (৮৫), ছেলে ইউসুফ আলী, মোস্তফা কামাল এবং একমাত্র মেয়ে ফারহানা হোসেনসহ ভাই-বোন, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার বড় ছেলে ইসমাইল হোসেনের অকালমৃত্যু হয় ৬৩ বছর বয়সে। 

বুধবার বেলা সাড়ে ১১টায় উত্তরা ১১ নম্বর সেক্টরের কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বরিশালের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আছর দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। জানাজায় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজনসহ বিপুলসংখ্যক শুভাকাঙ্ক্ষী অংশ নেন।