দোহার উপজেলা পরিষদ নির্বাচনে যাকে সমর্থন দিলেন চেয়ারম্যান মাহবুবুর রহমান

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৪, ০০:০১
শেয়ার :
দোহার উপজেলা পরিষদ নির্বাচনে যাকে সমর্থন দিলেন চেয়ারম্যান মাহবুবুর রহমান

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মেহবুব কবিরকে পূর্ণ সমর্থন দিয়েছেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। আজ শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে এক সভায় মেহবুবকে পূর্ণ সমর্থনের ঘোষণা দেন মাহবুবুর রহমান। এসময় সকলে করতালির মাধ্যমে তার এই সিদ্ধান্তকে স্বাগত জানান।

মাহবুবুর রহমান বলেন, ‘আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিভিন্ন সময় প্রশংসনীয় উদ্যোগ গ্রহন করেন। এবার উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীক বিহিন হচ্ছে যা জনগণে মধ্যে সাড়া ফেলেছে। প্রধানমন্ত্রী সরাসরি বলে দিয়েছেন যেকোনো নেতাকর্মীরা তাদের পছন্দ প্রার্থীকে সমর্থ জানাতে পারবেন। এতে কোনো বাধা থাকবে না। তাই আমি আমার নেত্রীর কথার প্রতি শ্রদ্ধা জানিয়ে দোহার উপজেলা পরিষদ নির্বাচনে একজন ভালো মনের মানুষ, সামাজিক ও ব্যবসায়ী ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মেহবুব কবিরকে পূর্ণ সমর্থন জানালাম।’

এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বজলুর রহমান কামাল, দোহার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল, বিলাশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন দরানী, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, আওয়ামী লীগ নেতা সোলাইমান শরীফ,‌ মো. আলী, শেখ শাহবু‌দ্দিন আহমেদ, চঞ্চল মোল্লা, জেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান শাহজাহান মোল্লা, দোহার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, জামাল আহমেদ (পবন মঞ্জিল) চঞ্চল শিকদারসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার মেহবুব কবিরকে পূর্ণ সমর্থন জানান।