বুয়েটের উন্নয়ন প্রকল্পে ভাগ নিশ্চিত করতেই হঠাৎ তৎপর ছাত্রলীগ: ছাত্র ফ্রন্ট
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) উন্নয়ন প্রকল্পের ভাগ নিশ্চিত করতেই হঠাৎ ছাত্রলীগ সেখানে ছাত্ররাজনীতি চালু করতে তৎপর হয়েছে বলে মন্তব্য করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ বুধবার রাতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন এক যৌথ বিবৃতিতে এমন মন্তব্য করেন।
যৌথ বিবৃতিতে প্রশ্ন তুলে বলা হয়, ‘এতোদিন নীরব থেকে কেন ছাত্রলীগ ঘটা করে ক্যাম্পাসে (বুয়েট) গেল? তার কারণ হিসেবে সামনেই বুয়েটে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে বলে বিভিন্ন সূত্রে সে কথা আমরা জানতে পেরেছি। অপরাপর বিশ্ববিদ্যালয়ের মতোই বুয়েটের এসকল উন্নয়ন প্রকল্পে নিজেদের ভাগ-বাটোয়ারা নিশ্চিত করতেই ছাত্রলীগের বর্তমান এই তৎপরতা বলেও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। আবার হাইকোর্টও যেভাবে রিট হওয়ার দুই ঘন্টার মধ্যে রকেটের গতিতে ইতিপূর্বে বুয়েট কর্তৃপক্ষের জারি করা প্রজ্ঞাপন স্থগিত করার সিদ্ধান্তও জনমনে প্রশ্ন তৈরি করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দের বুয়েটে ছাত্র রাজনীতি চালুর মন্তব্যের পরই হাইকোর্টের এই রায় বিচার বিভাগের স্বাধীনতার চিত্রকেও আরেকবার দেশের মানুষের সামনে উন্মোচিত করলো।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বুয়েট শিক্ষার্থীদের এই আন্দোলনকে ছাত্রলীগ-আওয়ামী লীগ যে রকম ঢালাওভাবে সাম্প্রদায়িক শিবির কিংবা হিজবুত তাহরীর বলে প্রচার চালাচ্ছে তা তাদের পুরানো ঘৃণ্য অপকৌশল ছাড়া কিছুই নয়। শাসক শ্রেণি ও সরকারের অগণতান্ত্রিক গণবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে যেকোন আন্দোলনকেই এইভাবে শিবির বলে ট্যাগ করা বাস্তবে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতিরই অপকৌশল।’
নেতৃবৃন্দ আরও বলেন, ‘শিক্ষার অন্যতম প্রধান শর্ত হচ্ছে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দীর্ঘসময় ধরেই সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত স্বায়ত্বশাসিত গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের জন্য অব্যাহতভাবে লড়ছে। তাই শাসকশ্রেণির রাজনীতির চিত্র দেখে ভীতসন্ত্রস্ত কিংবা বিমুখতা নয়, সুস্থ্য ও আদর্শভিত্তিক পাল্টা রাজনৈতিক শক্তিই পরিত্রাণের পথ তৈরি করবে। দেশের আপামর ছাত্রসমাজের কাছে সেই সংগ্রামে যুক্ত হওয়ার আহ্বান থাকছে।’
নেতৃবৃন্দ একই সাথে বুয়েটসহ সকল বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন অধিকার নিশ্চিত এবং অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনসহ শিক্ষার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের ছাত্র-শিক্ষক-অভিভাবকসহ সর্বস্তরের শুভবুদ্ধিসম্পন্ন জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!