শান্তা লাইফ ইন্স্যুরেন্সের সিইও হলেন নাফিস আকতার আহমেদ

প্রেস বিজ্ঞপ্তি
০৩ এপ্রিল ২০২৪, ২১:৫৩
শেয়ার :
শান্তা লাইফ ইন্স্যুরেন্সের সিইও হলেন নাফিস আকতার আহমেদ

শান্তা লাইফ ইন্স্যুরেন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে নাফিস আকতার আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটিতে যোগদানের আগে নাফিস আকতার আহমেদ মেটলাইফ বাংলাদেশে চিফ বিজনেস অফিসার (সিসিবিও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নাফিস আক্তার আহমেদ তার ২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে বিক্রয় ব্যবস্থাপনা, ব্যবসা উন্নয়ন, বিতরণ, বাজার প্রসারণ এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিংসহ বিভিন্ন ক্ষেত্রে বীমা খাতের অগ্রগতি ও প্রসারের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।

এই প্রসঙ্গে শান্তা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন বলেন, ‘নাফিস একজন বলিষ্ঠ ও দক্ষ নেতা, যিনি বাংলাদেশের অর্থনৈতিক খাত এবং গ্রাহকদের প্রয়োজনীয়তা সম্পর্কে যুগোপযোগী ধারণা রাখেন। বিগত দুই দশকে তিনি আমাদের দেশের জীবন বীমা খাতে বিভিন্ন ভূমিকায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমি আশা করি নাফিস তার দক্ষ নেতৃত্ব এবং দূরদর্শিতার মাধ্যমে শান্তা লাইফ ইন্স্যুরেন্সকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবেন।’

প্রতিষ্টানটির সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করে নাফিস আক্তার আহমেদ বলেন, ‘শান্তা লাইফ ইন্স্যুরেন্সের দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমাদের দেশের অর্থনীতিতে জীবন বীমা শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। আমি নিশ্চিত যে শান্তা লাইফ ইন্স্যুরেন্স এই খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। আশা করি আমাদের গ্রাহকরা, কর্মকর্তারা এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আমাদেরকে এই উদ্যোগে সার্বিকভাবে সহযোগিতা করবেন।’

তিনি বলেন, ‘শান্তা লাইফ ইন্স্যুরেন্সকে এগিয়ে নিতে উদ্ভাবন আমাদের মূল চালিকাশক্তি এবং দেশের জনসাধারনের আস্থা অর্জন আমাদের মূল লক্ষ্য। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনগুলোতে আমরা বীমা শিল্পে নিজেদের অবস্থান সৃদৃঢ় করতে পারব বলে আমার বিশ্বাস।’

শান্তা লাইফ ইন্স্যুরেন্স মানসম্মত ও উদ্ভাবনী বীমা পরিষেবা দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে পৌঁছে দিতে বদ্ধপরিকর । বিশ্বমানের জীবন বীমা পরিষেবা, পেশাদারিত্ব, স্বচ্ছতা, এবং উন্নত গ্রাহক সেবার সংমিশ্রণে প্রতিষ্ঠানটি দেশের জীবন বীমা খাতে নতুন একটি মাইলফলক যোগ করবে বলে আশা পোষণ করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, বিগত কয়েক দশক ধরে সাফল্যের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনের স্বাক্ষর রেখে দেশের ক্রমবর্ধনশীল জীবন বীমা শিল্পকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা থেকে শান্তা হোল্ডিংসের নতুন উদ্যোগ শান্তা লাইফ ইন্স্যুরেন্স। ইতোপূর্বে শান্তা হোল্ডিংস নিজেদের প্রতিষ্ঠিত অ্যাসেট ম্যানেজমেন্ট, ইকুইটি ও সিকিউরিটিসের মাধ্যমে দেশের অর্থনৈতিক খাতে গুরত্বপূর্ণ অবদান রেখেছে।