এ কোন সিয়াম?
জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। গতকাল শুক্রবার ছিল তার জন্মদিন। আর এদিন নতুন সিনেমার ঘোষণা দিলেন তিনি। নাম ‘জংলি’। সামনে আনলেন এর ফার্স্টলুক পোস্টারও।
যেখানে দেখা যায়, সিয়ামের পরনে লুঙ্গি, ঠোঁটে তামাক পাতা, বাঁ হাতে দিয়াশলাই কাঠি, পেছনে আগুনের লেলিহান শিখা। পুড়ছে দোকান, পায়ের নিচে তুমুল আক্রোশের শিকার হওয়া কারো দেহ, চোখেমুখে প্রতিশোধের স্পৃহা। ডান হাতে রক্তাক্ত মঙ্গুজ ব্যাট। হাতের ওপর বসে থাকা একটি কাক, কাকের লাল চোখ জন্ম দিচ্ছে কৌতুহলের।
‘জংলি’ নির্মাণ করবেন এম রাহিম। এর আগে একই পরিচালকের ‘শান’রও নায়ক ছিলেন সিয়াম। দ্বিতীয় সিনেমাতেও দেখা যাবে সিয়ামকে। তবে তার অভিনয় ও গল্প প্রসঙ্গে আপাতত নিশ্চুপ আছেন এই নির্মাতা। তার কথায়, ‘গল্পের প্রয়োজনেই সিয়ামের সঙ্গে পরপর কাজ হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে এই ছবির গল্প সিয়ামকে ভালো ডিমান্ড করে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সিয়াম বলেন, ‘প্রায় তিন বছর আগে দেশীয় নতুন ছবি হিসেবে “অন্তর্জাল” ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। এরপর আর নতুন ছবির কাজ হয়নি। ভক্তদের সেই প্রত্যাশা পূরণের জন্যই এত সময় নেওয়া আমার। অপেক্ষায় ছিলাম ভালো কিছুর আশায়, ভিন্ন কিছুর আশায়। দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে সেই ধরনের একটি কাজ হাতে নিলাম। এমন আনন্দের সংবাদটি আমার জন্মদিনে সবার সঙ্গে ভাগাভাগি করলাম। ছবিটি কোরবানির ঈদেই আসবে।’
জানা গেছে, আগামী ১৫ এপ্রিল থেকে ‘জংলি’র শুটিং শুরুর কথা। একটানা শুটিংয়ে শেষ হবে এর দৃশ্যধারণের কাজ। সব ঠিক থাকলে সিনেমাটি মুক্তি পাবে আসছে কোরবানির ঈদে।