যে ছেলেকে সঙ্গে নিয়ে কেক কাটলেন শাকিব খান
ঢালিউড সুপারস্টার শাকিব খানের দুই ছেলে। তার বড় ছেলে আব্রাম খান জয়ের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছোট ছেলে শেহজাদ খান বীরের মা চিত্রনায়িকা শবনম বুবলী। তবে ছোট ছেলের সঙ্গেই জন্মদিনের কেক কাটলেন শাকিব খান।
গতকাল বুধবার জন্মদিন ছিল শাকিব খানের। জন্মদিনে ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারেও উদ্যাপিত হয়েছে এ সুপারস্টারের জন্মদিন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এদিকে, গতকাল দিবাগত রাতে নিজের ফেজবুক পেজে কিছু ছবি পোস্ট করেন বুবলী। সেখানে শাকিব খানকে তার ছোট ছেলের সঙ্গে কেক কাটতে দেখা যায়।
কেকটিতে একটি ছবিও রয়েছে। যে ছবিতে দেখা যাচ্ছে, বীরকে কোলে নিয়ে আছেন তার বাবা। বীরের সঙ্গে শাকিবের এ কেক কাটার ছবির নিচে অনেকেই প্রশংসা করছেন।