শাকিবের জন্মদিনে যা লিখলেন মার্কিন নায়িকা
ঢালিউড সুপারস্টার শাকিব খানের জন্মদিন আজ বৃহস্পতিবার। জন্মদিনের প্রথম প্রহর থেকেই ভক্ত-সহকর্মীদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন এই চিত্রনায়ক। বিশেষ এদিনটি ঘিরে নানা আয়োজনেও ব্যস্ত আছে শাকিবিয়ানরা।
এবার তাকে শুভেচ্ছা জানালেন তারই মার্কিন নায়িকা কোর্টনি কফি। যুক্তরাষ্ট্রে নায়কের সঙ্গে তোলা শুটিংয়ের একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন ‘রাজকুমার’ সিনেমার এই নায়িকা। লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার রাজকুমার, সহ-অভিনেতা শাকিব খান। এটা আমাদের প্রচণ্ড ঠান্ডায় শুটিং সেটে তোলা একটি ছবি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
শাকিব ভক্তরাও নায়িকার সঙ্গে কণ্ঠ মিলিয়ে প্রিয় নায়ককে শুভেচ্ছা জানাচ্ছে। কেউ আবার লিখেছেন- পর্দায় দু’জনকের একসঙ্গে দেখার অপেক্ষায় আছেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে ঢালিউডে অভিষেক করেন শাকিব খান। অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’ ও ২০১৬ সালের ‘আরও ভালোবাসবো তোমায়’, ২০১৭ সালে ‘সত্তা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট