শিপার্স কাউন্সিলের ইফতার মাহফিল
শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের (এসসিবি) পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গত মঙ্গলবার ধানমন্ডিতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসসিবি’র চেয়ারম্যান মো. রেজাউল করিম। খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা শাজাহান খান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিপার্স কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আরিফুল আহসান; পরিচালকরা এবং সদস্যারাসহ বহু গণ্যমান্য অতিথিরা।
দোয়া ও ইফতার মাহফিলে সোমালিয়ার জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ উদ্ধার ও ২৩ জন নাবিকের সুস্থতা ও নিরাপদে দেশে ফিরে আসার জন্য দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ২৩ জন নাবিকসহ জাহাজটি উদ্ধারের বিষয়ে বাংলাদেশ সরকার ও জাহাজ মালিক পক্ষের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করা হয়।