নারায়ণগঞ্জে আবারও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০২৪, ২২:০৯
শেয়ার :
নারায়ণগঞ্জে আবারও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

নারায়ণগঞ্জে আবারও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ রবিবার চাষাড়ায় সিলভার ক্রিসেন্ট হাসপাতাল নামের একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ওঠে। নিহত রোগীর নাম মেহেনাজ আক্তার আনিকা।

গৃহবধূ আনিকার টনসিল অপারেশনের পর মৃত্যু হওয়ায় তার স্বজনরা ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তোলেন। এ সময় তারা হাসপাতালের ভেতরে বিক্ষোভ ও ভাঙচুর করেন। পরে পুলিশ এসে হাসপাতালের আবাসিক চিকিৎসকসহ ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।

নিহতের স্বজন ও স্বামীর অভিযোগ, শনিবার সন্ধ্যায় চিকিৎসক আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে টনসিলের অপারেশনের জন্য ক্লিনিকে ভর্তি করানো হয় আনিকাকে। অপারেশন শেষে ভোরে তার জ্ঞান ফিরলে ব্যাথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। এ সময় চিকিৎসক তাকে ইনজেকশন দেওয়ার পর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত্যুর খবর পেয়ে স্বজনরা এসে বিক্ষোভ ও ভাঙচুর করেন। পরে মরদেহ রেখে ডাক্তার, নার্সসহ হাসপাতালের সবাই পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, ‘জরুরি সেবা নম্বরে কল পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের আবাসিক চিকিৎসকসহ দুজনকে থানায় নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ১০ মার্চ জেলা শহরের আল-হেরা নামক একটি ক্লিনিকে টনসিল অপারেশনের সময় ভুল চিকিৎসায় মোস্তাকিম নামের এক শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে।