বিইউপি হতে যাচ্ছে ‘এডভেন্ট এইচআর ৩.০’ শীর্ষক প্রতিযোগিতা

প্রেস বিজ্ঞপ্তি
২২ মার্চ ২০২৪, ১৭:৪৩
শেয়ার :
বিইউপি হতে যাচ্ছে ‘এডভেন্ট এইচআর ৩.০’ শীর্ষক প্রতিযোগিতা

হিউম্যান রিসোর্স বা মানবসম্পদ ব্যবস্থপনা ছোট-বড় সব ব্যবসায়িক ক্ষেত্রের উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিধায় এই কর্পোরেট বিশ্বে হিউম্যান রিসোর্সের দাপট লক্ষণীয়। বর্তমানে বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের তৃতীয় পর্যায় পার করছে। যেখানে বাংলাদেশের ৬৫ শতাংশ মানুষ কর্মক্ষম এবং তার বেশিরভাগই যুবসমাজ, সেখানে এই বিশাল মানবসম্পদকে কাজে লাগানোর জন্য দরকার সঠিক কর্মসূচি ও প্রশিক্ষণ। হিউম্যান রিসোর্স বা মানবসম্পদ ব্যবস্থাপনা যুবসমাজকে দক্ষতা অর্জনের মাধ্যমে উদ্ভাবনী সমাধান তৈরি করতে প্রস্তুত করে এবং ভবিষ্যতের যেকোনো সমৃদ্ধ কর্মক্ষেত্রের সাংগঠনিক সাফল্যের দিকে ধাবিত করে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) হিউম্যান রিসোর্স অ্যান্ড লিডারশিপ ক্লাবের তত্ত্বাবধানে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এডভেন্ট এইচ আর ৩.০’ শীর্ষক প্রতিযোগিতা। মূল ইভেন্টের সবটুকুই স্বতঃস্ফূর্তভাবে আয়োজন করছেন বিইউপি হিউম্যান রিসোর্স অ্যান্ড লিডারশিপ ক্লাবের সদস্যরা।

বাংলাদেশের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের নিজেদের দক্ষতার উন্নয়নে এবং সেই দক্ষতাকে স্বীকৃতি প্রদান করতেই মূলত এই ইভেন্ট এর আয়োজন করা হয়েছে। যেখানে মানবসম্পদ ভিত্তিক বিভিন্ন সমসাময়িক সমস্যা সমাধানের মাধ্যমে প্রতিযোগীরা বাস্তব কর্মক্ষেত্রের জ্ঞান লাভ করতে পারবে। প্রতিযোগিতাটি ইন্ডাস্ট্রির মেধাবীদের মধ্যে নেটওয়ার্কিং এবং প্রতিযোগী মনোভাব তৈরি করতে বদ্ধপরিকর।

সাবলীলভাবে বললে, যারা অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি বাস্তব বিশ্বের এইচ আর চ্যালেঞ্জগুলো মোকাবিলায় নিজেকে নিযুক্ত করে নিজের কৌশলগত চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করতে চায়, তাদের জন্য এই প্রতিযোগিতাটি একটি সুবর্ণ সুযোগ।

ইভেন্টটিতে তিনটি পর্বের মাধ্যমে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করা হবে। প্রথম পর্ব ‘আনলিশিং এইচ আর ব্রিলিয়ান্স’, যেখানে দলগুলো তাদের ব্যবসায়িক উন্নয়নের জন্য তাদের কৌশলগত পরিকল্পনাগুলো প্রদর্শন করবে। এ রাউন্ডে উত্তীর্ণ প্রতিযোগীদের নিয়ে ওয়ার্কশপের আয়োজন করা হবে। যেখানে তাদের হিউম্যান রিসোর্স ও কর্পোরেট বিশ্ব সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হবে যা তাদের ভবিষ্যত কর্মক্ষেত্রের জন্য অত্যন্ত ফলপ্রসূ। এই পর্বটি ২৭ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় পর্ব হলো ‘ইগনিশন’। এই পর্বে প্রথম রাউন্ডের উত্তীর্ণ দলগুলো অংশ নিয়ে তাদের পরিকল্পনাগুলোর চ্যালেঞ্জ মোকাবিলা করে হিউম্যান রিসোর্স বিষয়ক সমস্যা সমাধান করে এগিয়ে যাওয়ার জন্য লড়াই করবে। এই রাউন্ডে উত্তীর্ণ দলগুলোর জন্য থাকবে পরবর্তী রাউন্ডের জন্য সহায়ক ও প্রস্তুতিমূলক একটি বুটক্যাম্প। যা তাদের ভবিষ্যত কর্মজীবনের প্রস্তুতির জন্য মূল্যবান একটি অভিজ্ঞতা হতে চলেছে।

তৃতীয় পর্ব ‘ইম্পলিকেশন আনফোল্ডস’। সর্বশেষ এই পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগীরা তাদের পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপান্তরিত করার কৌশলগুলো বিচারকদের কাছে উত্থাপন করবে।

প্রতিযোগিতাটিতে দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি দল সর্বনিম্ন ৩ জন এবং সর্বোচ্চ ৪ জন নিয়ে গঠিত হতে পারবে। উত্তেজনাপূর্ণ এই প্রতিযোগিতায় বিজয়ীদলগুলোর জন্য ৯০ হাজার টাকা প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে। চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা, প্রথম রানার্সআপ এবং দ্বিতীয় রানার্সআপ দলকে যথাক্রমে ২৫ হাজার এবং ১৫ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিটি দলকে আগামী ২৭ মার্চের মধ্যে ৬০০ টাকা ফি বাবদ রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে।

ইভেন্টটিতে স্পন্সর হিসেবে থাকছে নলেজ পার্টনার- লিড অ্যাকাডেমি, বুক পার্টনার বই বৃক্ষ, লজিস্টিক পার্টনার- মিনি ডেকো, টিভি মিডিয়া পার্টনার- সময় টিভি, প্রিন্ট মিডিয়া পার্টনার - দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, আমাদের সময়, হেলথকেয়ার পার্টনার- হেলথপোর্ট বাংলাদেশ, ডিজিটাল মিডিয়া পার্টনার- দ্য ট্রেন্ডলাইন, বেভারেজ পার্টনার- আল খিদমাহ, আইসক্রিম পার্টনার- ইগলু, ইয়ুথ পার্টনার- বিওয়াইএলসি, স্ট্রাটেজি পার্টনার- এফবিএইচআরও।