নিয়ন্ত্রণ হারিয়ে নিজ ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
মানিকগঞ্জের সিংগাইরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাকের চাপায় মুছাদ্দেক হোসেন (২৩) নামের এক চালক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিংগাইর উপজেলার তালেবপুর-সিংগাইর আঞ্চলিক সড়কের তালেবপুর ইউনিয়নের নতুর ইরতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুছাদ্দেক ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌলতপুর এলাকার ওবাইদুল ইসলামের ছেলে।
আরও পড়ুন:
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু
পুলিশ জানান, সকালে চালক মুছাদ্দেক ট্রাকে করে গাবতলী থেকে বালু নিয়ে সিংগাইরের নতুন ইরতা এলাকায় যান। পরে বালু আনলোড করে ফেরার পথে নতুন ইরতা এলাকার কুদ্দুস মিয়ার বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় দুই হেলপার লাফিয়ে নেমে যেতে পারলেও চালক ট্রাকের নিচে চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় গুরুতব আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে দায়িত্বরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে ট্রাকের দুই হেলপার প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, নিহতের পরিবারের অভিয়োগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে যায় বলেও তিনি জানান।