খুব প্রিয় একটা কণ্ঠ হারিয়ে ফেললাম: আসিফ আকবর
কণ্ঠশিল্পী খালিদের মৃত্যুতে স্মৃতিচারণ করে কণ্ঠশিল্পী আসিফ আকবর জানালেন, তিনি তার খুব প্রিয় একটা কণ্ঠ হারিয়ে ফেললেন। আর জাতি হারাল এক নিভৃতচারী কিংবদন্তিকে।
আজ সোমবার রাতে দেওয়া পোস্টে এ কথা লেখেন তিনি।
খালিদের গাওয়া গান থেকে উদ্বৃতি করে আসিফ আকবর লেখেন, ‘কোনো বাঁধনে বাঁধা তো গেল না তাকে। সে যে হৃদয়পথের রোদে একরাশ মেঘ ছড়িয়ে, হারিয়ে গেল নিমিষেই…।’
এ গানের রেশ ধরে তিনি লেখেন, ‘নিজের গাওয়া প্রিন্স মাহমুদের অমর গানের সাথে হারিয়ে গেলেন চাইম ব্যান্ডের প্রিয় ভোকালিস্ট খালিদ ভাই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রেখে গেলেন একরাশ মায়া। খালিদ ভাইয়ের মায়াবী কণ্ঠ একেবারে নিস্তব্দ হয়ে গেল।’
আরও পড়ুন:
স্ত্রীর কবরের পাশে পরীর নানা সমাহিত
আসিফ আকবর লেখেন, ‘কৈশোর-যৌবনের প্রিয় গায়ক খালিদ ভাইয়ের এই মৃত্যূতে আমি হারিয়ে ফেললাম খুব প্রিয় একটা কণ্ঠ! জাতি হারালো নিভৃতচারী এক কিংবদন্তিকে! আমি, আমরা শোকাহত।’
তিনি লেখেন, ‘খালিদ ভাইয়ের আত্মার শান্তি কামনা করি। মহান আল্লাহ তার পরিবারকে এই শোক বইবার শক্তি দিন। আমিন।’
যে ছবি পোস্ট করে আসিফ এত কথা লিখেছেন, সেটির ব্যাপারে তিনি লেখেন, ‘ছবিটি আমার বিয়ের একযুগ পূর্তিতে তোলা ১০/০৭/২০০৪। সেদিন মিতালী মুখার্জি দিদিও ছিলেন।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আজ সোমবার রাতে রাজধানীর কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালিদ। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান খালিদ। তার হার্টে রিং পরানো ছিল।
আজ রাত সাড়ে ১১টায় গ্রিনরোড জামে মসজিদে খালিদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার সকালে তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, বাংলা ব্যান্ড সংগীতের স্বর্ণযুগের উজ্জ্বল নক্ষত্রের নাম খালিদ, যিনি চাইমের খালিদ নামে পরিচিত। ১৯৮৭ সালে সারগাম থেকে প্রকাশিত ‘চাইম’ এর প্রথম অ্যালবাম (সেলফ টাইটেলড) দিয়ে যাত্রা শুরু তার। চাইমের ব্যান্ড অ্যালবামের চেয়ে খালিদ জনপ্রিয় হয়ে যান ব্যান্ড মিক্সড অ্যালবাম দিয়ে। মূলত খালিদ তার জনপ্রিয়তা ধরে রাখেন ব্যান্ড মিক্সড অ্যালবাম দিয়ে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
বাংলা ব্যান্ড সংগীতের আরেক তারকা প্রিন্স মাহমুদের ব্যান্ড মিক্সড অ্যালবামগুলোতে খালিদ তার গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন। প্রিন্স মাহমুদের অ্যালবামগুলোর মধ্যে খালিদের গাওয়া ‘কিভাবে কাঁদাবে’, ‘আবার দেখা হবে’, ‘নীরা’, ‘আকাশনীলা’, ‘কোন কারণেই’, ‘হয়নি যাবার বেলা’ শ্রোতা মহলে ব্যাপক জনপ্রিয়তা পায়।