আঁকতে আঁকতেই মারা গেলেন সিনেমার চিত্রশিল্পী

বিনোদন প্রতিবেদক
১৮ মার্চ ২০২৪, ১৬:৪০
শেয়ার :
আঁকতে আঁকতেই মারা গেলেন সিনেমার চিত্রশিল্পী

নব্বই দশকে সিনেমা হলে কিংবা বিলবোর্ডে শোভা পেত হাতে আঁকা ছবির ক্যানভাস। যেখানে উজ্জ্বল রঙে আঁকা থাকত নায়ক-নায়িকার অবয়ব, খলনায়কের ক্রূর অভিব্যক্তি। এই ক্যানভাসে বিচিত্র ভঙ্গিতে থাকতেন অন্য শিল্পীরাও।

সিনেমার এমন ব্যানার আঁকিয়ে শিল্পীদের মধ্যে অন্যতম মোহাম্মদ শোয়েব। যিনি শোয়েব ওস্তাদ নামেই বেশি পরিচিত। গতকাল রবিবার ছবি আঁকতে আঁকতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি চিত্রশিল্পী। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা লিটু আনাম।

তিনি বলেন, ‘ছবি আঁকতে আঁকতেই হঠাৎ অচেতন হয়ে পড়ে যান শোয়েব ভাই। তারপর জরুরিভিত্তিতে ঢাকা মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

লিটু আনাম জানান, বেশ কিছু পোর্ট্রেট আঁকার কাজ করছিলেন শোয়েব ওস্তাদ। গতকাল বিকেলে সেগুলো আঁকতেই বসেছিলেন তিনি। কিন্তু হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান মেঝেতে। এরপর দুই ছেলে-মেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

উল্লেখ্য, রাজ্জাক, কবরী, সোহেল রানা, আলমগীর থেকে শুরু করে ববিতা, জসিম, মান্না, শাকিব- এমন সব নন্দিত তারকার জনপ্রিয় সিনেমার ব্যানার এঁকেছেন শোয়েব ওস্তাদ। সর্বশেষ তিনি লিটু আনাম অভিনীত হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার ব্যানার এঁকেছিলেন। শুধু দেশেই নয়, তার আঁকা ছবি প্রদর্শিত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন উৎসবেও।