২২ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, পবিত্র ঈদুল ফিতর, পবিত্র শবে কদর এবং বাংলা নববর্ষ উপলক্ষে ২২ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। আগামী ২৬ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক তারিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আগামী ১৭ মার্চ এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে। অন্যদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে (পবিত্র শবে কদর এবং বাংলা নববর্ষসহ) ২৭ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। তবে, ৩১ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অফিসসমূহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অত্যাবশ্যকীয় অফিসসমূহ যথা- উপাচার্য দপ্তর, উপ-উপাচার্য দপ্তার, কোষাধ্যক্ষ দপ্তর, রেজিস্ট্রার দপ্তর, আবাসিক হলসমূহ, ছাত্র-উপদেষ্টা দপ্তর, প্রক্টর অফিস, জনসংযোগ দপ্তর, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, হিসাব অফিস, প্রকৌশল দপ্তর, পরিবহন দপ্তর এবং স্টুয়ার্ড শাখা ৩১ মার্চ এবং ১৫ এপ্রিল ন্যূনতম প্রয়োজনীয় জনবল রোস্টার ডিউটি পালন করবে। রোস্টার ডিউটির অফিস সময়সূচি হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
ছুটির মধ্যেও অতিজরুরি বিভাগসমূহ যথা পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরা ব্যবস্থা, টেলিফোন যথারীতি চালু থাকবে।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!