আসামে সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ টিম রেনেসাস

অনলাইন ডেস্ক
১২ মার্চ ২০২৪, ১৩:৩৪
শেয়ার :
আসামে সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ টিম রেনেসাস

ভারতের আসামের আইআইটি গৌহাটিতে ৭ থেকে ১০ মার্চ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতা আলচেরিঙ্গা-২০২৪ এর চ্যাম্পিয়ন ট্রফি জিতল বাংলাদেশ টিম রেনেসাস। দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০ দলকে পেছনে ফেলে এই ট্রফি জয় করে বাংলাদেশ দল।

আলচেরিঙ্গা, আইআইটি গুয়াহাটির বার্ষিক সাংস্কৃতিক উৎসব এবং সমগ্র উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড় উৎসব। বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা এ উৎসবে অংশ নেন। উৎসবে প্রায় লক্ষাধিক মানুষের মিলনমেলা হয়ে ওঠে।

ভারতের গুয়াহাটির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (আইআইটি) বার্ষিক সাংস্কৃতিক উৎসব ও প্রতিযোগিতা ‘আলচেরিঙ্গা’ বা ‘আলচার’। এবার এ আয়োজনে বাংলাদেশ থেকে বিভিন্ন দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

১৯৯৬ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটিতে ‘আলচেরিঙ্গা’ বা ‘আলচার’ নামে বার্ষিক সাংস্কৃতিক উৎসবের এ অনুষ্ঠানের শুরু হয়।

চলতি বছর একঘেয়ে বিশ্বে আর্ট ব্লকের মুখোমুখি হওয়া একটি অল্পবয়সী নারীর গল্প, যে একটি জাদুঘরের শিল্প প্রদর্শনীতে ভ্রমণ করে, যখন তিনি স্মৃতি এবং সাইকেডেলিয়ার একটি যাত্রা উন্মোচন করার অনুপ্রেরণা পায়। তাই থিমের নাম ‘ক্রোম্যাটিক অ্যালিসিয়াম এ মূলমন্ত্রে ‘আলচেরিঙ্গা’-২৪ উৎসব অনুষ্ঠিত হয়।

এটা ছিল আল চেরিঙ্গার ২৮তম অনুষ্ঠান। ৪ রাত ও ৩ দিনের এ উৎসবে আন্তর্জাতিক প্রো-শো, ক্রিয়েটর ক্যাম্প, প্রো নাইটস, সোশ্যাল থেকে শুরু করে ইভেন্টের সবচেয়ে বৈচিত্র্যময় লাইনআপ থাকে।

এবারের উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ প্রতিযোগিতার বিস্তৃত পরিসর। যেখানে সামিট, সাংস্কৃতিক শোকেস, কুইজ, সবচেয়ে বৈচিত্র্যময় প্রতিযোগিতার লাইন আপসহ আরও অনেক কিছু অনুষ্ঠিত হয়।

বলিউড গায়ক আরমান মালিকের সঙ্গীত পরিবেশনাও এবারের ফেস্টিভাল রঙ্গিন করে তোলে।