বঙ্গুবন্ধুকে হত্যার পেছনে মুশতাক-জিয়ার সঙ্গে ছিলেন এরশাদও

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
০৭ মার্চ ২০২৪, ২০:০০
শেয়ার :
বঙ্গুবন্ধুকে হত্যার পেছনে মুশতাক-জিয়ার সঙ্গে ছিলেন এরশাদও

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ষড়যন্ত্রের পেছনে খন্দকার মোশতাক-জিয়াউর রহমান ও এরশাদ জড়িত বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সকল জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আইনমন্ত্রী বলেন, ‘আমরা জাতির পিতাকে স্বাধীনতার পর ফিরে পেয়েছি। কিছু কুলাঙ্গার, কিছু মীরজাফর ১৯৭৫ সালের ১৫ আগস্ট আমাদের জাতির পিতাসহ তার পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করে। তারা বাংলাদেশকে শেষ করে দিতে চেয়েছিল। এই ষড়যন্ত্রের মধ্যে ছিল খুনি খন্দকার মোশতাফ, খুনি জিয়াউর রহমান এবং তাদের দোষররা। তারা বাংলাদেশের উপরে পাকিস্তানি কায়দায় হত্যাযজ্ঞ চালায়। তারপরে আসেন তাদের দোষর এরশাদ। এই এরশাদও একইসূত্রে গাথা।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমান দেশে সরকার গঠন করে রাজাকার আলবদদের নিয়ে। এরশাদও তাই করে। তারা আজকে বড় বড় কথা বলে। আজকে বলে যে তারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করছে, তারা হত্যাতন্ত্রের জন্য সারাজীবন যুদ্ধ করেছে এবং তারা অন্যকে হত্যা করেনাই বাঙালিকে হত্যা করেছে। তারা বাঙালি জাতির পিতাকে হত্যা করেছে। তারপরও তারা আজকে বড় বড় কথা বলে, গণতন্ত্রের কথা বলে। আপনারা কখনোই তাদের ভাওতাবাজিতে ভুলবেন না। আপনারা কখনই তাদের ভাওতাবাজি করার সুযোগ দেবেন না। মুক্তিযুদ্ধই হচ্ছে বাংলাদেশের ভীত। জাতির পিতাই হচ্ছে আমাদের ভীত। মুক্তিযুদ্ধের চেতনাকে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করতে হবে।’  

কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম হাক্কানীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এম এ আজিজ, সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন প্রমুখ। 

এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি সদস্যসহ জেলা ও উপজেলার দলীয় নেতারা উপস্থিত ছিলেন।