বেইলি রোডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে কাউন্সেলিং সেবা দেবে ঢাবি

ঢাবি প্রতিবেদক
০৭ মার্চ ২০২৪, ১৯:২৪
শেয়ার :
বেইলি রোডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে কাউন্সেলিং সেবা দেবে ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ বেইলি রোড অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিনামূল্যে মানসিক কাউন্সেলিং সেবা প্রদান করবে। ঢাবির সঙ্গে সম্মিলিতভাবে সেবা দিবে বাংলাদেশ এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি সোসাইটি (বিইসিপিএস) ও ইএমডিআর বাংলাদেশ অ্যাসোসিয়েশন। এই সেবা আগামী তিন মাস পর্যন্ত চালু থাকবে।

আজ বৃহস্পতিবার ঢাবির এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি সোসাইটির সাধারণ সম্পাদক ড. মো. আজহারুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তি বলা হয়, চরম পীড়াদায়ক এই ঘটনায় সরাসরি ক্ষতিগ্রস্ত ব্যক্তির নানারকম মানসিক অসুবিধা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং ব্যক্তিকে মানসিক স্থিরতার পাশাপাশি দীর্ঘমেয়াদী ক্ষতির ঝুঁকি কমিয়ে আনতে পারে। কাউন্সেলিং সেবা পেতে আগ্রহী ব্যক্তি বা পরিবারের সদস্যকে নিচের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ফর্ম পূরণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগে সরাসরি উপস্থিত হয়ে অথবা অনলাইনে কাউন্সেলিং সেবা গ্রহণ করা যাবে। বিনামূল্যে এই সেবা আগামী তিনমাস পর্যন্ত চালু থাকবে।