এআইইউবিতে অ্যানিমেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) অ্যানিমেশন প্রোগ্রাম ‘ইউনি-ক্যানভাস: সেলিব্রেটিং ইউনিটি ইন ডাইভারসিটি থ্রো আর্ট ফিউশন’ অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার এআইইউবি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির মিডিয়া অ্যান্ড ম্যাস কমিউনিকেশন (এমএমসি) বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই প্রোগ্রামের উদ্বোধন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য মিস শানিয়া মাহিয়া আবেদীন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম, এমএমসি বিভাগের উপদেষ্টা প্রফেসর এজেএম শফিউল আলম ভূঁইয়া, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাসহ এআইইউবি’র বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
দিনব্যাপী এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা এই সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল পেন্টেল।