স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের ওরিয়েন্টেশন
স্টামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ৮২তম আবর্তনের ওরিয়েন্টেশন রবিবার বিকালে বেইলি রোডস্থ ইউনিভার্সিটির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বেইলি রোডস্থ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
ইংরেজি বিভাগের সভাপতি শেখ নাহিদ নিয়াজি, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর আব্দুল মান্নান ও রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিনসহ ইংরেজি বিভাগের শিক্ষকমন্ডলী এবং বিভাগের অন্যান্য আবর্তনের শিক্ষার্থীবৃন্দ ৮২তম আবর্তনের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন।
অতিথিবৃন্দ বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ এবং মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন এবং পরবর্তী জীবনে তাদের পথচলা যেন সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয় সেই আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্যের ফাঁকে ফাঁকে চলে কখনো বাংলা গান কখনো কবিতা। সাংস্কৃতিক অনুষ্ঠানের এক পর্যায়ে মঞ্চে চলতে থাকা রাইসার কণ্ঠে কবি ওয়ার্ডসওয়ার্থ-র 'Solitary Reaper' আর দেবপ্রিয়ার কণ্ঠে রবীন্দ্র সংগীত 'ও যে মানে না মানা'র যুগলবন্দী গানের মাধ্যমে ফুল দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয় বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা। তার সাথে নতুনের আগমনী বার্তা হিসেবে যুক্ত হয় সদ্যপ্রয়াত ভবানীপ্রসাদ মজুমদারের 'বাংলাটা ঠিক আসে না' - যেটি আবৃত্তি করেন ইরিনা।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস জীবনের অভিজ্ঞতা নিয়ে মঞ্চে আসে ৮২'র মুনতাহা ইশরাত শৈলী। এরপর স্বরচিত উর্দু সায়েরি নিয়ে মঞ্চে আসে ৭৯ আবর্তনের তাসনিম জামান রাফা। রাফার সায়েরির রেশ যখন ৮২'র নতুনদের সফলতায় ' ধৈর্য আর অপেক্ষার' উপজীব্যতা জানাচ্ছে তখন Ed Sheeran এর গান নিয়ে মঞ্চে আসে লিখন যার সাথে গিটারে ছিল পল। লিখনের গায়কি দর্শককে মুগ্ধ আর মুগ্ধতার মোহজালকে আরও লম্বা করে ৮০ আবর্তনের স্বপ্নীল নতুনদের উদ্দেশ্যে গেয়ে শোনায় 'জলের গান' সহ কয়েকটি লোকগীতি।