বাটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন শুভ ও মিম

প্রেস বিজ্ঞপ্তি
০২ মার্চ ২০২৪, ১৭:৪১
শেয়ার :
বাটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন শুভ ও মিম

জনপ্রিয় তারকা আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে বিশ্ব বিখ্যাত ফুটওয়্যার ব্র্যান্ড বাটা বাংলাদেশ।

বাটা বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর দেবব্রত মুখার্জি এই সম্পর্কে বলেন, “শুভ ও মিম তাদের অনন্য প্রতিভা, বৈচিত্র্যতা ও গুণের জন্য সুপরিচিত; যা বাটার ভাবমূর্তিকে আরও সমৃদ্ধ করবে।“

শুভ ও মীমের পারসোনালিটি ও পর্দায় স্টাইলিশ উপস্থিতি বহু মানুষকে আকৃষ্ট করতে সক্ষম এবং বাটা তাদের সাথে সম্পৃক্ত হয়ে তার সুবিশাল স্টাইলিশ জুতার কালেকশন সম্ভার তুলে ধরতে চায়। 

এই পার্টনারশিপ বাটার জন্য একটি নতুন ও আনন্দময় অধ্যায়ের সূচনা করছে। শুভ ও মিমের খ্যাতি নিঃসন্দেহে তাদের ভক্তদের বাটায় অফার করা বিভিন্ন স্টাইল খুঁজে নিতে অনুপ্রাণিত করবে।