ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের ভোট গ্রহণ শেষ
ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে দুই দিনব্যাপী নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রথম দিন গতকাল বুধবার ভোট গ্রহণ অনেকটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিন অনেক নাটকীয় ঘটনা ঘটেছে।
আজ সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনের ভোট গ্রহণ শুরু হয়। বেলা ১২টার দিকে বিএনপি দলীয় নীল দলের সাবেক কালচারাল সেক্রেটারি আইনজীবী শফিকুল ইসলাম সবুজের কাছে পাঁচটি স্ক্যান করা ব্যালট পাওয়া অভিযোগ করে আওয়ামী লীগ দলীয় সাদা দলের প্রার্থীরা। এরপর আওয়ামী লীগের সাদা প্রার্থীরা ৮০০ ব্যালট চুরি করেছে মর্মে বিএনপি দলীয় নীল দলের প্রার্থীরা অভিযোগ করলে এ নিয়ে হট্টগোলের কারণে সোয়া ১২টার দিকে নির্বাচন বন্ধ করেন নির্বাচন কমিশন।
এরপর নির্বাচন কমিশন বৈঠক করে আবার সাড়ে ৩টায় নির্বাচন শুরু হয়, সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। বেলা সাড়ে ৩টার দিকে আবার ভোগ্রহণ শুরু হলে আইনজীবী ভবনের কাছে দুইটি ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা যায়।
গতকাল এ নির্বাচনে ৪ হাজার ২৩০ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন। তবে আজ কতজন ভোটাধিকার প্রয়োগ করেছেন তা জানা জায়নি। এ ব্যাপারে নির্বাচন কমিশনও কোনো বক্তব্য দেয়নি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এশিয়ার বৃহত্তম এ বার সমিতিতে ৩০ হাজার ১২১ জন আইনজীবী সদস্য রয়েছেন। যার মধ্যে এ নির্বাচনে ২১ হাজার ১৩৭ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন। আর এ নিবাচনে সিনিয়র অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। তার অধীনে ১০ জন কমিশনার এবং ১৩৯ জন সদস্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুর রহমান হাওলাদার। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে লড়ছেন মো. আনোয়ার শাহাদাত।
অপরদিকে, বিএনপি-সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খোরশেদ মিয়া আলম। সাধারণ সম্পাদক পদে লড়ছেন সৈয়দ নজরুল ইসলাম।
সাদা প্যানেলের অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহসভাপতি পদে আবুল কালাম মোহাম্মাদ আক্তার হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. ওমর ফারুক, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে মাসরাত আলী, সহসাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক পদে হুমায়ুন কবির, সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরা বেগম, অফিস সম্পাদক পদে সরোয়ার জাহান, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার, ক্রীড়া সম্পাদক পদে মো. ওয়াকিলুর রহমান এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে সৈয়দা ফরিদা ইয়াছমিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া বিএনপি সমর্থিত নীল প্যানেলে অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহসভাপতি পদে আবদুর রাজ্জাক, সহসভাপতি পদে সহিদুজ্জামান, কোষাধ্যক্ষ পদে আবদুর রশীদ মোল্লা, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে জহিরুল হাসান, সহসাধারণ সম্পাদক পদে সৈয়দ মো. মইনুল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান, লাইব্রেরি সম্পাদক পদে নার্গিস পারভীন, সাংস্কৃতিক সম্পাদক পদে নূরজাহান বেগম, দপ্তর সম্পাদক পদে আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোবারক হোসেন এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে মো. মাজহারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নীল প্যানেলে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলী মোরতুজা, গাজী তানজিল আহমেদ, মো. আনোয়ার হোসেন, মো. আসিফ, জাবেদ হোসেন, খলিলুর রহমান, মো. সামসুজ্জামান, মোহাম্মাদ আলী, মুক্তা বেগম ও রেজাউল হক।