হাজারীবাগে নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ ভেঙে দিল রাজউক

নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩০
শেয়ার :
হাজারীবাগে নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ ভেঙে দিল রাজউক

নকশার ব্যতয় ঘটিয়ে ইমারত নির্মাণ বিধিমালা ভঙ্গ করায় রাজধানীর হাজারীবাগের ধানমন্ডি রিভারভিউ এলাকার দুটি নির্মাণাধীন ভবনে উচ্ছেদ অভিযান করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। 

অভিযানে নির্মানাধীন ভবন দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি অবৈধ অংশ ভেঙে দিয়েছে। 

এছাড়া হাজারীবাগ এলাকার সকল ভবন মালিকদের ইমারত নির্মাণ বিধিমালা ও রাজউকের নকশা যথাযথভাবে মেনে চলার জন্য নির্দেশ প্রদান করেছেন। একই সাথে নকশা বহির্ভূত ভবন যেখানেই পাওয়া যাবে সেটি ভেঙে ফেলা হবে বলেও জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।

গতকাল মঙ্গলবার রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান ও সাঈদা ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

অভিযানে জোন ৫/২ এর অথরাইজড অফিসার মো. ইসমাইল হোসেন, সহকারী অথরাইজড অফিসার ও প্রধান ইমারত পরিদর্শক সজল মজুমদার, ইমারত পরিদর্শক শুভ সাহা উপস্থিত ছিলেন।

রাজউকের মহাপরিকল্পনাভূক্ত এলাকার আওতাধীন নির্মাণাধীন ইমারতে রাজউকের নকশা অনুমোদন ব্যতিরেকে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় হাজারীবাগ থানাধীন ধানমন্ডি রিভার ভিউ এলাকার শান্ত সরকার গং এর নির্মাণাধীন ৪ তলা ইমারতের আংশিক ভেঙে অপসারণ করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

এছাড়া সালমা জেসমিন গং নির্মাণাধীন ২ তলা ইমারতের আংশিক ভেঙে অপসারণ করা হয় এবং ভবন মালিক ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্টাম্পে মুচলেকা নেন রাজউকের ভ্রাম্যমান আদালত।