শিপার্স কাউন্সিলের সভা অনুষ্ঠিত
শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের (এসসিবি) ২০২৪ ও ২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় কাউন্সিলের ধানমন্ডির নিজস্ব অফিসের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মো. রেজাউল করিম।
২০২৪ ও ২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের প্রথম সভায় এসসিবি’র বার্ষিক কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয় এবং পূর্ববর্তী সভার কার্যবিবরণী ও এসসিবি’র হিসাব বিবরণী অনুমোদনসহ ব্যাংক হিসাব পরিচালনার জন্য স্বাক্ষরকারী মনোনয়ন করা হয়। এ ছাড়া কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধির ও অত্র কাউন্সিলের নতুন স্পেস ক্রয়ের বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আরিফুল আহ্সান; ভাইস চেয়ারম্যান গণেশ চন্দ্র সাহা এবং পরিচালকদের এ. কে. এম. আমিনুল মান্নান (খোকন); আরজু রহমান ভুঁইয়া; সৈয়দ মো. বখতিয়ার; জিয়াউল ইসলাম; আতাউর রহমান খান; কে. এম. আরিফুজ্জামান ও লোকপ্রিয় বড়ুয়া পর্ষদ সভায় যোগদান করেন।