ফ্যাশন শোর মাধ্যমে এপেক্স ঈদ কালেকশনের এক্সক্লুসিভ প্রদর্শনী
ফ্যাশন লিগ্যাসি ফ্যাশন শো’র মাধ্যমে ঈদ কালেকশনের এক্সক্লুসিভ প্রদর্শনী করেছে এপেক্স বাংলাদেশ।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এই ফ্যাশন শো।
বিশেষ এই ফ্যাশন শোতে হাউস অফ এপেক্স-এর বিভিন্ন সাব-ব্র্যান্ড মুচি, নিনো রসি, ভেঞ্চুরিনি, ম্যাভেরিক-ঈদের জন্য তৈরি করা তাদের আড়াই হাজারের বেশি ডিজাইনের বিশাল সংগ্রহ থেকে জুতা প্রদর্শন করে।
একই সাথে উন্মোচিত হয় নারীদের পছন্দের সমসাময়িক পোশাক লাইন, জাটারিয়ার ঈদ কালেকশনও। যেকোনো উপলক্ষ্য বা অনুষ্ঠানের জন্য উপযোগী এপেক্সের এবারের ঈদ কালেকশন। এই ফ্যাশন শো’র মাধ্যমে তা-ও তুলে ধরা হয়।
ফ্যাশন শো এর অন্যতম আকর্ষণ ছিল পুরো ফ্যাশন শো-এর প্রতিটি ব্র্যান্ডের পোশাকের সঙ্গেই মডেলরা এপেক্সের জুতো পরে র্যাম্পে হাঁটেন। প্রতিটা জুতোই এবার এপেক্স এর এবারের বিস্তৃত ঈদ কালেকশন এর অংশ। এ সকল জুতা ফ্যাশন শো-এ তুলে ধরার পাশাপাশি ভেন্যু এর বাইরে বিশেষভাবে প্রদর্শন করা হয় অনুষ্ঠানে উপস্থিত সকল দর্শকদের জন্য।
আসিফ তাজউদ্দীন মার্চেন্ট এবং মুকেশ কুমার দুবে’র মতো স্বনামধন্য ভারতীয় ডিজাইনাররাও তাদের পোশাক প্রদর্শন করেন এ অনুষ্ঠানে। তাদের প্রদর্শিত বিশেষ পোশাক এর সাথে ছিল এপেক্স এর এবারের ঈদ কালেকশন!
ঈদকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও এপেক্স নিয়ে এসেছে ফরমাল, ক্যাসুয়াল, হিল, ব্যাগ, বেল্ট সহ নানাবিধ লাইফস্টাইল কালেকশন। ভোক্তাদের চাহিদা মাথায় রেখে পরিবারের সকলের ঈদ শপিং-এর জন্য এবারের কালেকশন নিয়ে প্রস্তুত প্রতিষ্ঠানটি।